Rampurhat Violance: শনিবার থেকেই তদন্ত শুরু করবে সিবিআই

শুক্রবার বগটুই গণহত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশিকার পরেই কার্যত তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্র মারফত খবর, শনিবার…

শুক্রবার বগটুই গণহত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশিকার পরেই কার্যত তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সূত্র মারফত খবর, শনিবার থেকেই রামপুরহাটকাণ্ডের তদন্ত শুরু করতে চলেছে সিবিআই। ইতিমধ্যে দল গঠনের কাজও শুরু করে দিয়েছে বলে খবর।

শুক্রবারই বগটুইকান্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আগামী ৭ এপ্রিলের মধ্যে হাইকোর্টে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে।

শুক্রবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রামপুরহাট এর ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয়গ্রাহী। জনমানুষের যথেষ্ট প্রভাব ফেলেছে এই ঘটনা। মানুষের মনে আস্থা জোগাতে উপযুক্ত তদন্তের প্রয়োজন। যাতে প্রকৃত সত্য উদঘাটিত হয়। তাই আদালত জনমানুষের মনের প্রভাবের কথা মাথায় রেখে সিবিআই তদন্তের নির্দেশ দিল।