‘তৃণমূলের সবাই চোর’ বলে CPIM মাইকিং, পুলিশকে নিয়ে মমতা সমর্থকদের প্রতিবাদ

জ্যোতি বসু রিসার্চ অ্যান্ড স্টাডি সেন্টারের জন্য অর্থ সংগ্রহের জন্যই আয়োজন করা হয়েছিল পথসভার। সিপিআইএমের পথসভাকে ঘিরে বিক্ষোভ তৃণমূল নেতারা। অভিযোগ, বলা হচ্ছে তৃণমূলের সবাই…

জ্যোতি বসু রিসার্চ অ্যান্ড স্টাডি সেন্টারের জন্য অর্থ সংগ্রহের জন্যই আয়োজন করা হয়েছিল পথসভার। সিপিআইএমের পথসভাকে ঘিরে বিক্ষোভ তৃণমূল নেতারা। অভিযোগ, বলা হচ্ছে তৃণমূলের সবাই চোর। তখন আমাদের গায়ে লাগে কথাটি। ওরা পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে।

পুলিশ নিয়ে এসে সভা বন্ধ করার হুমকি দিয়ে বিতর্কে তৃণমূল কংগ্রেস। অভিযোগ, পথসভা চলাকালীন অনুমতি চায় পুলিশ। কিন্তু সিপিআইএম নেতাদের তরফে সদুত্তর মেলেনি। সব জেনে তআইনজীবী সবস্যসাচী চ্যাটার্জি পরে বলেন, এধরণের পথসভার জন্য অনুমতি লাগেনা।

সিপিআইএমের বক্তব্য, নিউটাউনে সেন্টার ফর জ্যোতি বসু সোশ্যাল স্টাডিজ় এর নির্মাণের জন্য মানুষের থেকে সাহায্য চাওয়ার জন্যই একটি পথসভা করা হয়েছিল। নেতাদের বক্তব্য রাখার পর পুলিশ এসে জানতে চায় অনুমতি রয়েছে কি না। সেইসময়েই কয়েকজন তৃণমূলের লোক ভিড় জমিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। এমনকি সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

তৃণমূলের তরফে বক্তব্য, আমরা তৃণমূল দল করি। আমরা কর্মী। আমরা কোনও অপরাধ করিনি। তবু সবাইকে চোর বলা হচ্ছে। পথসভার জেরে নিউটাউনের হাওয়া গরম হতে চলেছে। পুলিশে উপস্থিতিতেও কেন সভা বন্ধ করার হুমকি প্রশ্ন তুলতে শুরু করেছে বাম নেতৃত্ব।