প্রেসের গাড়ির ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের, রাস্তা অবরোধ মল্লারপুরে

সাতসকালে গতি নিয়ে বাজারের মধ্যে ঢুকে পড়েছিল প্রেসের সেই গাড়ি। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় এক প্রৌঢ়ের। বীরভূমের এই দুর্ঘটনায় সাঁইথিয়া-মল্লারপুর সড়ক মৃতদেহ রেখে রাস্তা…

A BSF vehicle lost control and hit two vehicles in a row at Laketown

সাতসকালে গতি নিয়ে বাজারের মধ্যে ঢুকে পড়েছিল প্রেসের সেই গাড়ি। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় এক প্রৌঢ়ের।

বীরভূমের এই দুর্ঘটনায় সাঁইথিয়া-মল্লারপুর সড়ক মৃতদেহ রেখে রাস্তা অবরোধ শুরু করেন ক্ষুব্ধ জনতা। সেই গাড়িতে চলে হামলা।

   

অবরোধকারীদের দাবি, রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ, মেরামতি হয় না। সেই কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। রাস্তা মেরামতি নিয়ে প্রশাসনের তরফে আশ্বাস না মিললে অবরোধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে গদাধরপুর বাজারে গিয়েছিলেন বছর পঞ্চান্নর নীলকুমার বাগদি। সেসময় আচমকাই একটি নীল রঙের গাড়ি এসে সজোরে ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলে মৃত্যু হয় নীলকুমার বাগদির।

ছুটে আসেন আশপাশের বাসিন্দা। গাড়িটিকে আটক করে জনতা। চালক পলাতক। অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে গেলে এসডিপিওকে ঘিরে ধরে লাঠি নিয়ে তেড়ে যায় জনতা।

মৃত নীলকুমারের ছেলে গোবিন্দ বাগদির বক্তব্য, “রাস্তা খারাপ, গাড়ি এত গতিতে যাচ্ছিল বলে বাবাকে ধাক্কা দিয়েছে। এর একটা বিহিত চাই। আমরা তো বড়লোক নই। দিন আনি দিন খাই। আমাদের কি জীবনের দাম নেই? রাস্তা যতক্ষণ না ঠিক হবে, আমরা অবরোধ চালাব।”