Weather: ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতার আবহাওয়া থাকবে কেমন?

তীব্র গরম থেকে মিলবে সাময়িক মুক্তি। রাজ্যের ৫ জেলার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে এই খবর জানানো হয়েছে। তবে কলকাতায় আপাতত বৃষ্টি হবে…

তীব্র গরম থেকে মিলবে সাময়িক মুক্তি। রাজ্যের ৫ জেলার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে এই খবর জানানো হয়েছে। তবে কলকাতায় আপাতত বৃষ্টি হবে না বলেই জানানো হয়েছে।

মঙ্গলবার আকাশ থাকবে মেঘলা। ফলে গরম একটু কম অনুভূত হবে। তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকবে বা তার আশপাশে থাকবে। বাড়বে রাতের তাপমাত্রা। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ৮৪ শতাংশ, সর্বনিম্ন ৬৫ শতাংশ।

   

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হতে পারে বর্জ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে প্রধানত পরিষ্কার আকাশ। মঙ্গলবার সকালের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে চৈত্রের শেষে বা বৈশাখের শুরুতে মিলতে পারে স্বস্তি।