East Bengal : লাল-হলুদের জন্য আই লিগে খেলা বিদেশিকে পছন্দ প্রাক্তনীদের

ফুটবলার বাছাইয়ের জন্য প্রাক্তন ফুটবলারদের নিয়োগ করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। আই লিগের ম্যাচ পর্যবেক্ষণ করেছেন তাঁরা। প্রাথমিক পছন্দের তালিকার পর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে ক্লাব।…

ফুটবলার বাছাইয়ের জন্য প্রাক্তন ফুটবলারদের নিয়োগ করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। আই লিগের ম্যাচ পর্যবেক্ষণ করেছেন তাঁরা। প্রাথমিক পছন্দের তালিকার পর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে ক্লাব। এরই মধ্যে শোনা যাচ্ছে আই লিগে খেলা এক বিদেশিকে পছন্দ হয়েছে প্রাক্তন ফুটবলারদের।

ভারতীয় ফুটবলে বেশ কয়েক বছর হল খেলছেন মেসন রবার্টসন। রিয়াল কাশ্মীরে রয়েছেন ২০১৮ থেকে। তাঁকে প্রাক্তন ফুটবলারদের পছন্দ হয়েছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশ।

ভারতীয় ফুটবল আকাশে রিয়াল কাশ্মীরের আগমণ ধুমকেতুর মতো। উপত্যকার এই দলের উত্থান কোনো রূপকথার থেকে কম নয়। আই লিগ সেরা হওয়ার অন্যতম দাবিদার হয়ে উঠেছিল রিয়াল কাশ্মীর। মেসন রবার্টসন দলের গুরুত্বপূর্ণ সদস্য। তাঁর বাবা ডেভিড রবার্টসন দলের কোচ।

মেসন রবার্টসন স্কটল্যান্ডের ফুটবলার। ডিফেন্সের পাশাপাশি গোল করতেও সিদ্ধহস্ত। পরিসংখ্যান অনুযায়ী রিয়াল কাশ্মীরের হয়ে খেলেছেন ৫০ টি ম্যাচ। নামের পাশে রয়েছে কুড়িটি গোল। চলতি মরশুমে একটি মাত্র ম্যাচে পরাজিত হয়েছে কাশ্মীরের দলটি। ড্র করেছে পাঁচটি ম্যাচ। জয় মাত্র দু’টিতে। তেরো দলের আই লিগ ক্রম তালিকায় সপ্তম স্থানে রয়েছে রিয়াল কাশ্মীর।