Dearness Allowance: ফের দু’দিন কর্মবিরতির ঘোষণা সরকারি কর্মচারিদের

বকেয়া ডিএর (Dearness Allowance) দাবিতে লাগাতার ধর্না ও অনশন কর্মসূচি জারি রেখেছে সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ(sangrami joutha mancha)।

government employees

বকেয়া ডিএর (Dearness Allowance) দাবিতে লাগাতার ধর্না ও অনশন কর্মসূচি জারি রেখেছে সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ (Sangrami Joutha Mancha)। বুধবার রাজ্য সরকারের তাঁদের ডিএ ৩ শতাংশ বৃদ্ধির কথা বলা হলেও তা গ্রহণ করতে নারাজ আন্দোলনকারীরা৷ তাই আরও একবার কর্মবিরতির কথা ঘোষণা করা হল সরকারি কর্মচারীদের তরফে৷ আগামী ২০ এবং ২১ ফেব্রুয়ারি রাজ্যের সম্ত সরকারি অফিসগুলিতে পূর্ণদিবস কর্ম বিরতির ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ।

গতকাল রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ ৩ শতাংশ বাড়ানো হবে। পাল্টা আন্দোলনকারীদের বক্তব্য ছিল, এই ভিক্ষাবৃতি গ্রহণ করব না। আমরা এই টাকা ওনাকে ছুঁড়ে দিলাম। উনি পারলে এই টাকাতে পরিবারের প্রতিপালন গ্রহণ করুন। এই ভিক্ষাবৃত্তি আমরা গ্রহণ করছি না। যেখানে ৩৯ শতাংশ বকেয়া রয়েছে, সেখানে ৩ শতাংশ দিয়ে ভাবছেন রাজ্য সরকারি কর্মচারীদের খুশি করবেন, আমরা প্রত্যাখান করলাম।

এই নিয়ে টানা ২০ দিনের বেশী সময় ধরে শহিদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আন্দোলন চলছে। পাশাপাশি চলছে অনশন কর্মসূচি৷ একটানা অনশনের জেরে অসুস্থ হয়ে পড়েছেম কয়েকজন আন্দোলনকারী৷ সরকারি কর্মচারীদের বক্তব্য, সরকার তাঁদের প্রাপ্য ডিএ না বাড়ালে আগামী দিনে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন তাঁরা। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন থেকে সমস্ত কাজে অব্যহতি ঘোষণা করবেন তাঁরা।

আন্দোলনকারীদের বক্তব্য, রাজ্যকে অচল করে দেওয়া হবে। লাগাতার আন্দোলনের পথে যাব আমরা। সাধারণ মানুষ যে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তার দায় সরকারের। সরকার বাধ্য করছে শিক্ষক ও সরকারি কর্মীদের কাজ থেকে বিরত থাকতে বাধ্য করতে। অবিলম্বে ৩৯ শতাংশ ডিএ ঘোষণা করতে হবে। আমরা ভিক্ষার জন্য এখানে সংসার, বাড়িঘর ছেড়ে বসিনি।