Rain Alert: কিছুক্ষণের মধ্যে এই ৪ জেলায় ঝেঁপে বৃষ্টি আসছে, সতর্ক করল হাওয়া অফিস

টানা ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছেন বাংলার মানুষ। বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষের অবস্থা কাহিল হয়ে যাচ্ছে ঊর্ধ্বমুখী পারদের জেরে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার পারদ ৪২…

rainfall

টানা ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছেন বাংলার মানুষ। বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষের অবস্থা কাহিল হয়ে যাচ্ছে ঊর্ধ্বমুখী পারদের জেরে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার পারদ ৪২ ডিগ্রি অতিক্রম করে ফেলেছে। কিন্তু এরই মাঝে বৃষ্টির পূর্বাভাস (Rain Alert) জারি করা হল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। নিশ্চয়ই ভাবছেন যে এই হাঁসফাঁসানি গরমের মধ্যে কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

এমনিতেই পশ্চিমের জেলাগুলিতে লু বইতে শুরু করেছে। বাইরে বেরোলেই যেন গায়ে রোদটা কাঁটার মতো বিঁধছে সকলের। এমনিতেই আজ বুধবার বাংলার ১১ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি ক্রা হয়েছে। তবুও বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হল। জেনে নিন কোন কোন জেলায় তাণ্ডব চলবে।

উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে খবর। উত্তরবঙ্গের ৪ জেলায় মূলত আজ ঝড়-বৃষ্টি হতে পারে বলে খবর। আর এই জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদিয়ার। উত্তরবঙ্গের বাকি জেলাগুলি আজ শুকনো থাকবে।

আইএমডি জানিয়েছে, আগামী পাঁচ দিন ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, গুজরাটের কোঙ্কন, সৌরাষ্ট্র এবং কচ্ছ, উপকূলীয় অন্ধ্র প্রদেশ এবং ইয়ানাম এবং তেলেঙ্গানার কিছু অংশে তাপপ্রবাহ বা তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জনগণকে গরম এড়িয়ে পানি পান করতে বলা হয়েছে। আইএমডি বলেছে যে লোকেরা সুতির পোশাক পরে, মাথা ঢেকে বা কপালে কাপড় জড়িয়ে বাইরে আসতে হবে। লোকেরা টুপি বা ছাতা নিয়ে বাইরে যাওয়া ভাল।

তবে উত্তরের রাজ্যগুলিতে বৃষ্টিপাত ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তাপ থেকে স্বস্তি দিতে চলেছে। আইএমডি ১৮-২০ এপ্রিল পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশ এবং রাজস্থানের মতো বেশ কয়েকটি রাজ্যে বজ্রপাত, এবং দমকা হাওয়া সহ বিচ্ছিন্ন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আইএমডি পূর্বাভাস দিয়েছে যে ১৭ এপ্রিল দিল্লি-এনসিআরে মেঘলা আকাশ থাকবে এবং ঠান্ডা হাওয়া বইবে।