Priyanka Gandhi: ইভিএমে কারচুপি না করলে বিজেপি ১৮০-র বেশি সিট পাবে না, দাবি প্রিয়াঙ্কার

রাহুল গান্ধী দাবি করেছেন, বিজেপি ১৫০টির বেশি আসন পাবে না। কংগ্রেস নেতার সেই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। রাহুলের মতো বিজেপির আসন নিয়ে এবার ভবিষ্যদ্বাণী…

Priyanka Gandhi targets Modi

রাহুল গান্ধী দাবি করেছেন, বিজেপি ১৫০টির বেশি আসন পাবে না। কংগ্রেস নেতার সেই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। রাহুলের মতো বিজেপির আসন নিয়ে এবার ভবিষ্যদ্বাণী করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। উত্তর প্রদেশের সাহারানপুরে দলীয় কর্মসূচির পর প্রিয়াঙ্কা বলেন, বিজেপি ১৮০টির বেশি আসন কোনও ভাবে পাবে না। একই সঙ্গে এদিন মূল্যবৃদ্ধি, বেকারত্ব ইস্যুতে মোদী সরকারকে তুলোধনা করেন তিনি।

প্রিয়াঙ্কার কথায়, মুখে যতই ৪০০ পেরিয়ে যাওয়া স্লোগান দিক, ইভিএমে কারচুপি না হলে ওরা ১৮০টির বেশি আসন কোনওভাবে পাবে না। নাম না করে এভাবেই বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ করেন প্রিয়াঙ্কা। তাঁর মন্তব্য, ওরা কীসের ভিত্তিতে ৪০০-র বেশি আসন পাওয়ার দাবি করছে আমি জানি না। মনে হচ্ছে ওরা ইতিমধ্যেই কিছু কারচুপি করে রেখেছে, সেই কারণে ৪০০-র বেশি আসন জেতার দাবি করে বেড়াচ্ছে।

বিজেপির আসন নিয়ে মুখ খুললেও ইন্ডি জোটের আসন নিয়ে সরাসরি কিছু বলতে চাননি প্রিয়াঙ্কা। তাঁর কথায়, আমি জ্যোতিষী নই। তবে আমরা এবার ভালো সংখ্যক আসন পেতে চলেছি। গতবারের চেয়ে আসন বেশি পাব আমরা। মানুষ পরিবর্তন চায়। আমি রাজস্থান, উত্তরাখণ্ড গিয়েছিলাম। মানুষ এই রাজনীতি দেখে ক্লান্ত হয়ে গিয়েছে। খরচ করার মতো অর্থ মানুষের হাতে নেই। সাধারণ মানুষের সমস্যা নিয়ে চুপ রয়েছে বিজেপি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতাদের কড়া ভাষায় আক্রমণ করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপি নেতারা মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কৃষক এবং মহিলাদের সমস্যা নিয়ে কোনও কথা বলছে না। আসল ইস্যুগুলো থেকে নজর ঘোরাতে চাইছেন ওনারা। মিডিয়ার প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা উচিত, কেন ওনার দলের নেতারা সংবিধান পরিবর্তন করা কথা বলছে। সংবিধানে মানুষের অধিকার রক্ষা করার কথা বলা হয়েছে। সেটা পরিবর্তন করা যায় না।