জঙ্গলমহলে ফের পড়ল মাওবাদী পোস্টার

প্রতিদিন প্রায় নিয়ম করেই পড়ছে মাওবাদী পোস্টার। যার ফলে জঙ্গল মহল এলাকায় ছড়াচ্ছে আতঙ্ক। বর্তমানে রাজ্যের জঙ্গলমহল এলাকাগুলিতে জারি করা হয়েছে হাই এলার্ট। তার মধ্যেই…

প্রতিদিন প্রায় নিয়ম করেই পড়ছে মাওবাদী পোস্টার। যার ফলে জঙ্গল মহল এলাকায় ছড়াচ্ছে আতঙ্ক। বর্তমানে রাজ্যের জঙ্গলমহল এলাকাগুলিতে জারি করা হয়েছে হাই এলার্ট। তার মধ্যেই সোমবার সকালে ঝারগ্রামের ফের মাওবাদী পোস্টার পড়ল। ঝাড়গ্রামের বিনপুর থানার নারায়নপুরে মাওবাদীদের নামে পোস্টার পরে। প্রথমে চোখে পরে স্থানীয় বাসিন্দাদের। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে সমস্ত পোষ্টের খুলে নিয়ে যায়।

প্রসঙ্গত, গত শনিবার ঝাড়গ্রাম শহর সংলগ্ন মানিকপাড়া সরডিহা স্টেশনে পাওয়া গিয়েছিল মাওবাদী পোস্টার। জানা গিয়েছে, তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়েছে ঝাড় গ্রামে। সোমবারের পোস্টারে উল্লেখ করা হয়েছে তৃণমূল নেতাদের সাথে এবার খেলা হবে। তৃণমূল নেতারা এতদিন জনগণের সঙ্গে খেলা করেছে। এবার তৃণমূল নেতাদের সঙ্গে খেলবে মাওবাদীরা। বর্তমানে গোটা জঙ্গলমহল জুড়ে জারি করা হয়েছে হাই এলার্ট। আর তার মধ্যেই বারংবার মাওবাদী পোস্টার উদ্ধার ঘিরে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

সোমবার সকালে প্রথম বিনপুর থানা এলাকার স্থানীয় বাসিন্দারা পোস্টারগুলি দেখতে পান। এরপর বিনপুর থানায় খবর দিলে সেখান থেকে পুলিশ এসে পোস্টারগুলি খুলে নিয়ে যায়।