Rahul Gandhi: হাতছাড়া নীতীশ, ফের বাংলায় ঢুকলেন রাহুল গান্ধী

দেশজুড়ে অ-বিজেপি জোটের তীব্র রাজনৈতিক ডামাডোলের মাঝে ফের বাংলা সফরে রাহুল গান্ধী (Rahul Gandhi) । তিনি শিলিগুড়িতে এলেন। এদিনই ‘ইন্ডিয়া’ ব্লকের অন্যতম সেরা শক্তি নীতীশ…

Rahul Gandhi

দেশজুড়ে অ-বিজেপি জোটের তীব্র রাজনৈতিক ডামাডোলের মাঝে ফের বাংলা সফরে রাহুল গান্ধী (Rahul Gandhi) । তিনি শিলিগুড়িতে এলেন। এদিনই ‘ইন্ডিয়া’ ব্লকের অন্যতম সেরা শক্তি নীতীশ কুমার জোট ছেড়ে চলে গেলেন এনডিএ শিবিরে। আর পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল সরাসরি রাহুলের ন্যায় যাত্রায় বেঁকে বসেছে।

মণিপুর থেকে বিপুল সমর্থক উন্মাদনার ন্যায় যাত্রা নিয়ে উত্তর পূর্বাঞ্চল থেকে রাহুল গান্ধী ঢুকেছিলেন পশ্চিমবঙ্গে। এ রাজ্যের শাসক তৃণমূলের নেত্রী মমতা জানিয়ে দেন কংগ্রেসের সাথে আসন ভাগ হবে না।এর পাশাপাশি বিহারে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, INDIA জোট ছেড়ে NDA তে যাবেন বলে ইঙ্গিত দেন নীতীশ কুমার। দ্রুত ন্যায় যাত্রা স্থগিত করেন রাহুল। তবে নীতীশকে রোখা গেল না। জোট বদলে নীতীশ কুমার সরাসরি ন্যায় যাত্রাকেই কটাক্ষ করেছেন। তিনি বলেছেন ফালতু ন্যায় যাত্রা করছেন রাহুল গান্ধী। তাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও আর পাত্তা দিচ্ছেন না। এই যাত্রার ফল কী? তবে শিলিগুড়িতে রাহুল নীতীশ নিয়ে নীরব থাকেন।

শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নামেন রাহুল গান্ধী।প্রদেশ কংগ্রেস ও দার্জিলিং জেলা সূত্রে খবর রবিবার শিলিগুড়িতে ভারত জোড়ো ন্যায় যাত্রা করবেন রাহুল গান্ধী।

বিজেপি শাসিত অসমের পর তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর নেতৃত্বে ন্যায় যাত্রা ও জনসভা করার অনুমতি নিয়ে বিতর্ক চরমে। ইন্ডিয়া অংশীদার হতে তৃণমূল নেত্রী মমতার অবস্থান বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মতো বলে অভিযোগ। কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’-র দ্বিতীয় পর্যায়ে শিলিগুড়িতে রাহুল গান্ধীর দুটি সভার অনুমতি নিয়ে মমতার প্রশাসনের সাথে কংগ্রেসের সংঘাত চলছে। কংগ্রেসের তরফে জানানো হয়েছে সভা করার অনুমতি দেয়নি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। তবে যাত্রা নিয়ে কোনও আপত্তি তোলা হয়নি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, পুলিশের পরীক্ষা থাকায় সভা করার অনুমতি পাওয়া যায়নি। ফলে যাত্রার মাঝে মাঝে যে সভা করার পরিকল্পনা ছিল কংগ্রেসের তা বাতিল করতে হচ্ছে।