Amartya Sen Vs Visva Bharati: বিশ্বভারতীর জমি বিতর্কে হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে অমর্ত্য সেন

হাইকোর্টে স্বস্তি পেলেন অমর্ত্য সেন (Amartya Sen)। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিভাস রঞ্জন দের তরফে জানানো হয়, নিম্ন আদালতে শুনানি না হওয়া পর্যন্ত বিশ্বভারতীর (Visva Bharati) তরফে কোনও পদক্ষেপ করা যাবে না।

Amartya Sen and Visva Bharati University caught in a land dispute

হাইকোর্টে স্বস্তি পেলেন অমর্ত্য সেন (Amartya Sen)। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিভাস রঞ্জন দের তরফে জানানো হয়, নিম্ন আদালতে শুনানি না হওয়া পর্যন্ত বিশ্বভারতীর (Visva Bharati) তরফে কোনও পদক্ষেপ করা যাবে না।

প্রসঙ্গত, ৬ মের মধ্যে পৈতৃক বাড়ির ১৩ ডেসিমেল জায়গা খালি করার জন্য নোবেলজয়ী অর্থনীতিবীদকে নোটিশ পাঠিয়েছিল বিশ্বভারতী। এরপরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

আদালতের জানিয়েছে, বিশ্বভারতীর তরফে যে নোটিশ পাঠানো হয়েছিল, সেটায় স্থগিতাদেশ দেওয়া হল। হাইকোর্টের নির্দেশে কোনও পদক্ষেপ করতে পারবে না বিশ্বভারতী। আগামী বুধবার নিম্ন আদালতে রয়েছে মামলার শুনানির পর সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্বভারতীর নির্দেশের পরই বীরভূমের নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন অমর্ত্য সেন। কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ সময় বেঁধে দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন অমর্ত্য সেন।

আবেদনে তিনি জানিয়েছেন, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেই ৬ মে অর্থাৎ শনিবারের পর কর্তৃপক্ষ তাঁর জায়গা কেড়ে নিতে পারে। তাঁর দাবি, সিউড়ি আদালত তাঁর আবেদনের গুরুত্ব বুঝতে পারেনি।

এদিন বিশ্বভারতীর তরফে আদালতে সওয়াল করেন আইনজীবী সুচরিতা বিশ্বাস। তিনি বলেন, নিম্ন আদালত কোনও নির্দেশ দেয়নি। তার মাঝে কীভাবে নতুন মামলা! হাইকোর্ট শুনতে পারে না এই মামলা।