Malda: মালদায় মমতার উপস্থিতিতেই তৃণমূলে ভাঙন ধরাল সিপিআইএম

Malda: মালদায় মমতার উপস্থিতিতেই তৃণমূলে ভাঙন ধরাল সিপিআইএম

টানা দুদিন ধরে ভাঙন চলছে (Malda) মালদায়। তৃণমূল (TMC) ছেড়ে একের পর এক গ্রামে বাম শিবিরে যোগদান ঘিরে রাজনৈতিক মহল সরগরম। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী জেলা সফরে। তাঁর মালদায় উপস্থিতির মাঝেই টিএমসি ত্যাগ করে (CPIM) সিপিআইএমে যোগদান হল।

জেলা সিপিআইএমের দাবি, ‘দশ বছর পর মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর বুথে প্রায় ৫০জন বিজেপি ও তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলেন। এরা সবাই সিপিআইএমে যোগদান করলেন ।

মানিকচক,রতুয়া, হরিশচন্দ্রপুরে ছড়িয়েছে তৃণমূলের ভাঙন। একের পর এক গ্রামে শাসকদল ত্যাগের পালা চলছে।

এদিকে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির জন্য মালদায় অভিষেক ও মমতার একসাথে সভা। উত্তরবঙ্গ জুড়ে একের পর এক সভায় তীব্র বিশৃঙ্খলা ও প্রার্থী বাছাইয়ের গণভোট ঘিরে তুলকালাম চলছে। ব্যালট লুঠ সামাল দিতে হিমশিম খেয়েছে পুলিশ। উত্তরবঙ্গের শেষ জেলা মালদায় নবজোয়ার কর্মসূচির পর প্রতিবেশি মুর্শিদাবাদের সভাতেও থাকবেন মমতা।

এদিন মালদায় মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করেন। এই বৈঠকে ছিলেন মুর্শিদাবাদের প্রতিনিধিরা। সভা থেকেই মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এনআরসি করতে দেব না। রাজনৈতিক মহলের আলোচনা, সংখ্যালঘু ভোট ধরে রাখতে পঞ্চায়েত ভোটের আগে এনআরসিকে হাতিয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।