Purulia in Shock: তৃ়ণমূল নেতাকে খুনের জেরে আদ্রা উত্তপ্ত, কংগ্রেস সমর্থক ধৃত

তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবে খুনের ঘটনার পর থমথমে পুরুলিয়া (Purulia in Shock)। আদ্রায় চলছে বিক্ষোভ। বন্ধ দোকানপাট।অভিযুক্তের গ্রেপ্তারির দাবিতে পথে নেমেছে শাসকদল। রাস্তায় রাস্তায় টায়ার…

adra Purulia in Shock

তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবে খুনের ঘটনার পর থমথমে পুরুলিয়া (Purulia in Shock)। আদ্রায় চলছে বিক্ষোভ। বন্ধ দোকানপাট।অভিযুক্তের গ্রেপ্তারির দাবিতে পথে নেমেছে শাসকদল। রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ, অবরোধ।বৃহস্পতিবার ধনঞ্জয় চৌবে আদ্রার পাণ্ডে মার্কেটের কাছে দলীয় কার্যালয়ে বসেছিলেন। সেখানেই তাকে গুলি করে মারা হয়।

ধনঞ্জয়কে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন নিরাপত্তা রক্ষী শেখর দাস। অবস্থার অবনতির কারণে তাকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের হাসপাতালে। তার অবস্থা সঙ্কটজনক।

এই ঘটনায় ক্ষোভে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। তৃণমূল কর্মীরা শুক্রবার ভোর থেকে আদ্রা শহরের রাস্তায় রাস্তায় বিক্ষোভে চালাচ্ছে। জ্বালানো হচ্ছে টায়ার। তারা জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা না হলে আন্দোলন চলবে। উল্লেখ্য, এই তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার ২। তার মধ্যে একজন কংগ্রেস প্রার্থী।