Wednesday, November 29, 2023
HomeWest BengalNadia: 'ভোটের বড় অর্ডার ছিল', নদীয়ায় বিরাট অস্ত্র কারখানার হদিস

Nadia: ‘ভোটের বড় অর্ডার ছিল’, নদীয়ায় বিরাট অস্ত্র কারখানার হদিস

পঞ্চায়েত ভোটের লাগাতার রাজনৈতিক খুনের ঘটনায় রাজ্য সরগরম। গত দু সপ্তাহে মোট ৯টি রাজনৈতিক খুনের ঘটনা ঘটেছে। গুলি করে খুন,বোমা বিস্ফোরণ ও মজুত বোমা ফাটার ঘটনা ঘটছে। ভোটের আগে গরম বাংলার গ্রামীণ জনজীবন। এবার বড়সড় দেশি আগ্নেয়াস্ত্র বানানোর কারখানার হদিস মিলেছে (Nadia)নদীয়ায়। নাকাশিপাড়ায় মিলেছে এই কারখানা।

   

ভোটে বিপুল দেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার হচ্ছে বলে অভিযোগ। নদিয়ার নাকাশিপাড়ার ধাপাড়িয়া এলাকায় চলছিল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির কাজ। অভিযান চালিয়ে পুলিশ সেই কারখানা বাজেয়াপ্ত করেছে। আটটি আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ধাপাড়িয়ার বাসিন্দা ফলি শেখের বাড়ি তল্লাশি চালিয়ে এই অস্ত্র উদ্ধার করেছে। বৃহস্পতিবার পুলিশ এই অভিযান চালান। ফলি শেখের বাড়ির পাশে একটি বেড়ার ঘরে দেশি আগ্নেয়াস্ত্র বানানোর কাজ চলছিল। স্থানীয় দুই জন মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়।

Latest News