HS Result: উচ্চ মাধ্যমিকে জেলায় জেলায় মেধা ঝলক, কলকাতার হাল খারাপ

প্রকাশিত হল এবছরের উচ্চ মাধ্যমিকের ফল। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। গতবারের থেকে সংখ্যাটা ১ লক্ষেরও বেশি। মার্কশিট পাওয়া…

student

প্রকাশিত হল এবছরের উচ্চ মাধ্যমিকের ফল। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী।

গতবারের থেকে সংখ্যাটা ১ লক্ষেরও বেশি। মার্কশিট পাওয়া যাবে ৩১ মে। পরীক্ষা শেষের ৫৭ দিনের মাথায় এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হল।

পাসের হার ৮৯.২৫ শতাংশ। পাসের হারে প্রথম পূর্ব মেদিনীপুর।

দক্ষিণ ২৪ পরগনা সেরার সেরা।প্রথম শুভ্রাংশু সরকার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৪৯৬।
দ্বিতীয় বাঁকুড়ার সুষমা পাল এবং উত্তর দিনাজপুরের আবু সামা। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৫।

তৃতীয় পূর্ব মেদিনীপুরের তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের অনসূয়া সাহা ও আলিপুরদুয়ারের পিয়ালি দাস। চতুর্থ বালুরঘাটের সৃজিতা বসাক।

অন্যান্য মাধ্যমের ফলাফল:

উর্দু ভাষার উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান মহম্মদ হাসানের। নেপালি মাধ্যমে প্রথম হয়েছেন স্নেহা নেপাল। সাঁওতালি ভাষায় তিন জন প্রথম স্থানাধিকারী।