Purulia: ধস নামল অযোধ্যা পাহাড়ে, বিচ্ছিন্ন বাঘমুন্ডির রাস্তা

প্রবল বর্ষণে দক্ষিণবঙ্গের দুই জনপ্রিয় পাহাড়ি এলাকা বিচ্ছিন্ন। ধস নেমেছে পুরুলিয়ার (Purulia) অযোধ্যা পাহাড়ে। জেলা প্রশাসন সূত্রে খবর, ধসে বিচ্ছিন্ন অযোধ্যা পহাড় থেকে বাঘমুন্ডি পাহাড়…

প্রবল বর্ষণে দক্ষিণবঙ্গের দুই জনপ্রিয় পাহাড়ি এলাকা বিচ্ছিন্ন। ধস নেমেছে পুরুলিয়ার (Purulia) অযোধ্যা পাহাড়ে। জেলা প্রশাসন সূত্রে খবর, ধসে বিচ্ছিন্ন অযোধ্যা পহাড় থেকে বাঘমুন্ডি পাহাড় যাওয়ার রাস্তা বিচ্ছিন্ন। বড় বড় পাথরের টুকরো পড়ে রাস্তা বন্ধ।

শনিবার বিকাল থেকে বৃষ্টি বেড়েছে পুরুলিয়ায়। সে কারণেই এই ধস নেমেছে। রাতভর বৃষ্টি হওয়ার কারণে অযোধ্যা পাহাড়ের উপর থেকে পাথর পড়তে শুরু করে।সকালে দেখা যায় রাস্তা বন্ধ। পাহাড়ের কিছু অংশ থেকে পাথর ধসে রাস্তার মধ্যো পড়ে রয়েছে। এর ফলে পুরোপুরি বন্ধ যান চলাচল। এই রাস্তায় দিয়েই অযোধ্যা পাহাড়ে থাকা বাসিন্দাদের বাঘমুন্ডি যেতে হয়। সেই যাতায়াত আপাতত বন্ধ।

   

এলাকাবাসী বলছেন অযোধ্যা পাহাড় থেকে বাঘমুন্ডি যাওয়ার পথে তুর্গা ঝরনার কাছে এই ধস নেমেছে। এলাকাটি পর্যটকদের কাছে বিশেষ পরিচিত। তুর্গা ঝরনার কাছে আগে তেমন ধস নামেনি বলেই জানাচ্ছেন এই অঞ্চলে বারবার প্রকৃতি বিষয়ক শিবির করা ও পর্বতারোহন প্রশিক্ষণের সাথে যুক্ত অনেকেই। অভিযোগ, বেআইনি পাথর কাটার জন্য এমন ধস নামতে পারে। কারণ অযোধ্যা পাহাড় ধস প্রবণ এলাকা নয়।