বিধানসভার ‘বড় ভাই’ শওকত মোল্লা চাইছেন ভাঙড়ের ‘ছোট ভাই’ নওশাদের গ্রেফতারি

পঞ্চায়েত ভোটের আগে বিধানসভায় হাসি হাসি মুখ করে নওশাদ সিদ্দিকী বলেছিলেন শওকত মোল্লা আমার বড় ভাই! ভাঙড়ে তখন চলছিল মনোনয়ন জমা ঘিরে রক্তাক্ত পর্ব। স্থানীয়…

পঞ্চায়েত ভোটের আগে বিধানসভায় হাসি হাসি মুখ করে নওশাদ সিদ্দিকী বলেছিলেন শওকত মোল্লা আমার বড় ভাই! ভাঙড়ে তখন চলছিল মনোনয়ন জমা ঘিরে রক্তাক্ত পর্ব। স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকি ও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা পরস্পর হুমকির মাঝে দুই বিধায়কের হাসি হাসি ছবি হয়েছিল ভাইরাল। আর পঞ্চায়েত ভোটের গণনার পর রক্তাক্ত ভাঙড়। আইএসএফ বাম জোটের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে এবার গ্রেফতারের দাবি তুলেছেন তাঁর সেই কথিত ‘বড় ভাই’ শওকত মোল্লা।

গণণা চলাকালীন রক্তাক্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। পশ্চিম ভোগালি এলাকার বাসিন্দা আইএসএস কর্মী রেজাউল গাজী খুন হয়। তার গলায় গুলি করে মারা হয়। গোটা ঘটনায় পুলিশ ও আরাবুল ইসলাম সহ শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ করেছে নিহতের পরিবার।অভিযোগ, ভাঙড়ের তৃ়নমূল নেতা আরাবুল ইসলাম ও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা মিলে ওই যুবককে খুন করেছে। আরও অভিযোগ, তারা পুলিশের পোশাক পরা খুনিদের পাঠিয়েছিল গোটা ঘটনার পেছনে জড়িয়ে রয়েছে পুলিশবাহিনীও এমনই দাবি করেছেন নিহতের পরিবার।

বিধায়ক শওকত মোল্লা জানিয়েছেন, যারা বলছে তারা ছেলেদের সমাজবিরোধী বানিয়ে যেভাবে পুলিশের উপরে গুলি চালিয়েছে। সেখানে শওকত মোল্লা ছিলনা আরাবুল ভেতরে ছিল সে আটকে পড়েছিল। ওরা পুলিশের সঙ্গে ঘন্টা দুই ধরে গুলি চালিয়েছে সেটা গোটা ভাঙড়বাসী জানে। এলাকাবাসীর কাছে আমরা শুধু এইটুকু আবেদন করব এই সমাজ বিরোধী কারা এদের নেতা কে? এদের যে নেতা রয়েছে তাকে অবিলম্বে গ্রেফতার করা দরকার।

ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর দিকে তোপ ছুঁড়ে শওকত মোল্লা আরও বলেন, নওশাদ সিদ্দিকী নিজের রাজনৈতিক স্বার্থ কায়েম করার জন্য আজ ভাঙড়ের তর তাজা তরুণ ছেলেমেয়েদের হাতে বোমা বন্দুক তুলে দিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ করাচ্ছে। ভোট লুট করার জন্য ব্যালট লুট করার জন্য। এ কোন সংস্কৃতির ভঙড়ের।সম্পূর্ণ পরিকল্পিত ভাবেই কথাগুলো বলানো হচ্ছে।