Panchayat Election: রাজ জুড়ে হাজার হাজার ছেঁড়া ব্যালট উদ্ধার, সিংহভাগেই বামে ছাপ!

গণনা কেন্দ্রগুলির আসে পাশে নজর রাখলেই স্পষ্ট কী ফল হতে চলেছিল! রাজ্যের প্রায় সর্বত্রই হাজার হাজার ছেঁড়া ব্যালট উদ্ধার হচ্ছে। তাৎপর্যপূর্ণ, উদ্ধার হওয়া ব্যালটগুলির সিংহভাগ…

গণনা কেন্দ্রগুলির আসে পাশে নজর রাখলেই স্পষ্ট কী ফল হতে চলেছিল! রাজ্যের প্রায় সর্বত্রই হাজার হাজার ছেঁড়া ব্যালট উদ্ধার হচ্ছে। তাৎপর্যপূর্ণ, উদ্ধার হওয়া ব্যালটগুলির সিংহভাগ বাম ভোটের। ছেঁড়া ফাটা, নষ্ট করে দেওয়া ব্যালটগুলির ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করেছে। নেটিজেনদের প্রশ্ন, ফলাফল কি তবে উল্টো করে ধরতে হবে?

রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণনার কিছু অংশ বাকি। একতরফা না হলেও গ্রামাঞ্চল শাসকদল তৃণমূল দখলে। বিরোধী দল বিজেপি, বামফ্রন্ট-কংগ্রেস জোটেরও ফলাফলে চমক তৈরি করেছে। বিশেষকরে উত্তরবঙ্গের মালদা আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদে কংগ্রেস বাম জোটের সফলতা নিয়ে চলছে বিশ্লেষণ। পূর্ব মেদিনীপুরে বিজেপির সফলতা আর পুরো উত্তরবঙ্গেই তাদের বিফলতা নিয়েও চলছে বিশ্লেষণ।

পঞ্চায়েত ভোট লুঠ ও ব্যালটবাক্স চুরি, ভাঙচুর জল ঢেলে নষ্ট করায় অভিযুক্ত তৃণমূল ও বিজেপি দুপক্ষ। দেখা যাচ্ছে, নষ্ট হয়ে যাওয়া ব্যালটের বড় অংশ বাম ছাপ মারা। জেলায় জেলায় এমন হাজারে হাজারে ব্যালট পেপার উদ্ধার হচ্ছে। দেখা যাচ্ছে এই নষ্ট করে দেওয়া ব্যালটগুলিতে সিপিআইএম, কংগ্রেসের প্রতীকে ছাপ মারা। 

আরও অভিযোগ, গণনার সময় তৃণমূল বিরোধীরা জয়ী হলেও তাদের জয়ের সার্টিফিকেট দেওয়া হয়নি। বারবার পুর্নগণনা করিয়ে তৃণমূলকে জয়ী ঘোষণা করা হয়। গণনা পরবর্তী রাজনৈতিক বিক্ষিপ্ত হিংসায় ফের রক্তাক্ত রাজ্য। একের পর এক জেলায় চলেছে সংঘর্ষ। শাসক দল টিএমসির দাবি, বিরোধীদের অপপ্রচারের জবাব ভোটেই দিয়েছেন রাজ্যবাসী।  তবে হাজার হাজার ছেঁড়া ব্যালট উদ্ধারের বিষয়ে নীরব শাসকদল তৃ়ণমূল কংগ্রেস।