Purba Medinipur: তৃণমূল-বিজেপিকে শূন্য করে বাম-কংগ্রেস দখলে হলদিয়া ডক

mamata banerjee

ফের বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ জয়। তাও আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের জেলা পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur)। এই জেলা রাজ্যের মন্ত্রী অখিল গিরিরও এলাকা। ফলে হলদিয়া ডক ইনস্টিটিউটের ভোটের ফলে লেগেছে চমক। ফলাফলে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে শূন্য করে বিপুল জয়ী বাম ও কংগ্রেস জোট।

হলদিয়া ডক ইনস্টিটিউটের ভোটে মোট ১৯টি আসন। সবকটিতে জয়ী বাম-কংগ্রেস জোটের শ্রমিক ইউনিয়ন সিটু এবং আইএনটিউসি। একেবারে শূন্য হয়ে গেছে তৃ়ণমূলের শ্রমিক শাখা আইএনটিটিইউসি ও সংঘ পরিবারের বিএমএস। 

   

জয়ের পর বাম কংগ্রেস জোটের তরফে চলে মিষ্টি খাওয়ার পালা। জয়ী দুই সংগঠনের তরফে বলা হয়েছে, রাজ্যে যে দুর্নীতির সরকার চলছে তাকে রুখতে পাকে বাম কংগ্রেস জোট। কারণ, বিজেপি ও তৃণমূলের মধ্যে গোপন সংযোগ আছে।

সম্প্রতি বাম কংগ্রেস জোটের কংগ্রেস প্রার্থীর কাছে  মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে পরাজিত হয়েছে তৃ়ণমূল কংগ্রেস। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন