Purba Medinipur: তৃণমূল সাংসদ শিশিরের ভোটে জয়ী বিজেপি, তাড়াবেন মমতা?

নিজে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের নেত্রী মমতা। আর তাঁর দল তৃণমূলের সাংসদ শিশির অধিকারীর ভোটে জয়ী হয়ে গেল বিজেপি। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur খেজুরির স্থায়ী…

sisir adhikari

নিজে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের নেত্রী মমতা। আর তাঁর দল তৃণমূলের সাংসদ শিশির অধিকারীর ভোটে জয়ী হয়ে গেল বিজেপি। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur খেজুরির স্থায়ী সমিতি গঠনে এবার শিশিরের ভোট নিয়ে তীব্র সরগরম রাজ্য। প্রশ্ন উঠছে, শিশির অধিকারীকে কি দল থেকে তাড়াবেন মমতা নাকি আসন্ন লোকসভা ভোট পর্যন্ত নীরব থাকবেন। শিশির অধিকারী যে আর তৃণমূলের টিটিট পাচ্ছেন না তা স্পষ্ট। তাঁকে বিজেপি টিকিট দেবে। গত বিধানসভা ভোটের আগে শিশির অধিকারীর সাথে দূরত্ব তৈরি হয় মমতার। সাংসদ চলে যান বিজেপি শিবিরে। তবে তিনি সরাসরি তৃণমূল ত্যাগ করেননি। আর তৃণমূলও তাঁকে দল থেকে তাড়ায়নি। শিশির পুত্র শুভেন্দু বিরোঘী দলনেতা।

গত ৫ সেপ্টেম্বর খেজুরি ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী পঞ্চায়েত সমিতির নির্বাচনে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ হয়েছিল। তাতে জখম হয়েছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। বুধবারও খেজুরিতে স্থায়ী সমিতির নির্বাচনে ছিল উত্তেজনা। একটি ভোটে বিজেপি জয়ী হল। বিজেপিকে সেই ভোট দিলেন তৃণমূলের সাংসদ শিশির অধিকারী।

শিশির অধিকারীর ভোটে ১৩-১২ ভোটে জিতে স্থায়ী সমিতি গঠন করল বিজেপি। উন্নয়নের পক্ষে ভোট দিয়েছি বলছেন সাংসদ শিশির অধিকারী। তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ মাফিক জেলাশাসকের এখানে ভোট হয়েছে। ভোট শান্তিপূর্ণ হয়েছে। আমরা ডেভেলপমেন্ট এর পক্ষে থাকব। এখানে যে ডেভেলপমেন্ট করতে পারবে তার পক্ষেই ভোট হবে”

শিশির অধিকারী এখনো তৃণমূল কংগ্রেসের সংসদ রয়েছেন এবং তিনি সব জায়গায় বলে বেড়িয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেসেরই সংসদ। শিশির অধিকারীর ভোটদানের জন্য তৃণমূল দলকে হারতে হয়েছে এবং জিতেছে বিজেপি। এর জেরে যথেষ্ট সরগরম গোটা এলাকা। প্রচুর পুলিশসহ আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে খেজুরিতে।