Women Reservation: লোকসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল

ঐতিহাসিক মহিলা সংরক্ষণ (Women Reservation) বিল পাশ হল লোকসভান। নতুন সংসদ ভবনের প্রখম ঐতিহাসিক নজির হয়ে থাকল এই ঘটনা। বিলের পক্ষে ৪৫৪ ও বিপক্ষে মাত্র…

Women Reservation Narendra Modi

ঐতিহাসিক মহিলা সংরক্ষণ (Women Reservation) বিল পাশ হল লোকসভান। নতুন সংসদ ভবনের প্রখম ঐতিহাসিক নজির হয়ে থাকল এই ঘটনা। বিলের পক্ষে ৪৫৪ ও বিপক্ষে মাত্র ২টি পড়ে। মহিলা সংরক্ষণ বিল পাসের জন্য দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন ছিল। তবে বিরোধীরা সকলেই প্রায় এই বিলের সমর্থনে ভোট দিয়েছেন।

বিল পাশ হলেও মহিলাদেপ সংসদে বা বিধানসভায় ৩৩ শতাংশ সংরক্ষণ নিয়ে বিতর্ক আছে। মনে করা হচ্ছে এবার বিভিন্ন রাজ্যের বিধানসভায় এই সংরক্ষণ নিয়ম মানা হবে। এদিন বিল নিয়ে আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, সাংসদরা বর্তমানে জেনারেল, এসসি, এসটি-এই ৩ বিভাগে নির্বাচিত হল। আমরা তাদের প্রত্যেকটিতেই মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত করেছি।

মহিলা সংরক্ষণের জন্য ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ নামে বিল লোকসভায় পেশ করেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ২০২৪ সালের পরবর্তী লোকসভা নির্বাচনের সময় এটি কার্যকর হওয়ার সম্ভাবনা নেই।

অমিত শাহ জানিয়েছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর জনগণনা এবং লোকসভা ও বিধানসভার আসন পুনর্বিন্যাসের পরই বিলটি বাস্তবায়ন করা হবে। নির্বাচনের পর দ্রুত জনগণনা এবং আসন পুনর্বিন্যাসের কাজ করা হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, এই বিল পাস হলে সংসদে মহিলাদের এক বিশাল প্রতিনিধিত্ব সম্ভব হবে।

এই বিলে লোকসভা এবং বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। আজ সকাল ১১টা থেকে লোকসভায় বিলটির বিষয়ে আলোচনা শুরু হয়। আলোচনা চলাকালীন সময়ে সংসদের কার্যক্রমের নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছিল। তবে, সেই সঙ্গে ঠিক হয় ভোট জমা না হওয়া পর্যন্ত অধিবেশন চলবে।শেষে ভোট হয়।