Purba Bardhaman: আউসগ্রামে তৃণমূল-বাম সমর্থকরা ভোজালি নিয়ে দাপাচ্ছে, ভোটকর্মীরা কাঁপছেন

বুথ দখলে রাখতে তৃণমূল-বাম প্রবল সংঘর্ষ।  পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) আউসগ্রামে নিরাপত্তাহীন ভোটকর্মীরা। শনিবার ভোটের আগেই শুক্রবার দেখা গেল অ্যাকশন মুভি ট্রেলার। স্কুলে হুড়মুড়িয়ে ঢুকল…

Purba Bardhaman: আউসগ্রামে তৃণমূল-বাম সমর্থকরা ভোজালি নিয়ে দাপাচ্ছে, ভোটকর্মীরা কাঁপছেন

বুথ দখলে রাখতে তৃণমূল-বাম প্রবল সংঘর্ষ।  পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) আউসগ্রামে নিরাপত্তাহীন ভোটকর্মীরা। শনিবার ভোটের আগেই শুক্রবার দেখা গেল অ্যাকশন মুভি ট্রেলার। স্কুলে হুড়মুড়িয়ে ঢুকল একদল তৃণমূল কংগ্রেস সমর্থক। তাদের তাড়া করল বাম সমর্থকরা। দুপক্ষের প্রবল সংঘর্ষে তীব্র উত্তেজনা পূর্ব বর্ধমানের আউসগ্রামে। নিরাপত্তা বাহিনীর দেখা নেই!

ভোটকর্মীরা ভয়ে কাঁপছেন। তাদের সামনে দিয়ে দা কাটারি ভোজালি নিয়ে দৌড়চ্ছে দুপক্ষের সমর্থকরা। এ ঘটনা আউসগ্রাম দু নম্বর ব্লকের বিষ্ণুপুর এফপি স্কুলে ঘটেছে। বামপক্ষের অভিযোগ, ভোটের আগে বুথ দখল করতে এসেছিল তৃণমূল। তাদের রুখে দেওয়া হয়েছে। তৃণমূলের অভিযোগ, বুথ দখলে নিয়ে ছাপ্পা ভোট দিতে চায় সিপিআইএম।

পরিস্থিতি ভয়াবহ। শনিবার ভোটের দিন কী হবে এই প্রশ্নের উত্তর স্পষ্ট শুক্রবারেই। বাম শিবিরের দাবি এবার আর গত পঞ্চায়েত ভোটের মতো বুথ লুঠ করতে দেব না। তৃণমূলের দাবি,বাম হার্মাদরা হামলা করছে।

আর হতে গোনা কয়েক ঘণ্টা পরেই পঞ্চায়েত ভোট। তার আগেই আউসগ্রামের দু নম্বর ব্লকের বিষ্ণুপুরের এপ পি স্কুলের গেটের বাইরেই তৃণমূল ও সিপিএমের মধ্যে তুমুল সংঘর্ষে তীব্র উত্তেজনা।

Advertisements

জানা গিয়েছে, বিষ্ণুপুরের এপ পি স্কুলের সামনে তৃণমূল ও সিপিআইএমের তুমুল সংঘর্ষ শুরু হয়। রীতিমত বাঁশ, লাঠি, পাথর ভোজালি নিয়ে একে অপরের উপর হামলা চালিয়ে বুথ দখলের লড়াই। ঘটনাস্থলে নেই কোন কেন্দ্রীয় বাহিনী। যাও তিনজন পুলিশ ছিল তারাও নিষ্ক্রিয় ভূমিকায় পালন করল।

এই গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কিত ভোট কর্মীরা। কেন্দ্রীয় বাহিনী ছাড়া এই সন্ত্রাসপূর্ণ জায়গায় কিভাবে ভোট সম্পন্ন হবে এই নিয়ে রয়েছে ধোঁয়াশা। আগেও সুস্থভাবে কাল পঞ্চায়েত ভোট সম্পন্ন হবে তো এমনই প্রশ্ন ভোট কর্মীদের মনে।