Transfer window: ভারতে আসতে চলেছেন ব্রাজিলের এক ফরোয়ার্ড। এই সম্ভাবনার কথা সম্প্রতি শোনা যাচ্ছিল ভারতীয় ফুটবল মহলে। শুক্রবার সত্যি হয়েছে জল্পনা। ইন্ডিয়ান সুপার লীগের হয়ে খেলবেন ব্রাজিলের ফরোয়ার্ড। ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই খবর।
কিছু দিন আগে কানাঘুষো ছিল, ব্রাজিলের এক ফরোয়ার্ডকে নিজেদের আক্রমণভাগে যুক্ত করতে পারে নর্থ ইস্ট ইউনাইটেড। সেটাই সত্যি হয়েছে। ভারতের উত্তর পূর্বের ক্লাবে সই করেছেন Ibson Melo। সাম্বার ঝলক দেখার ব্যাপারে বুক বাঁধতে পারেন নর্থ ইস্ট ইউনাইটেড ক্লাবের সমর্থকরা।
কে এই Ibson Melo?
ব্রাজিলের Ibson Melo সিনিয়র ফুটবল কেরিয়ারে খেলেছেন একাধিক ক্লাবে। ৩৩ বছর বয়সী এই ফুটবলার ভার্সেটাইল ফুটবলার হিসেবে পরিচিতি। খেলেন মূলত আক্রমণ ভাগে। ফরোয়ার্ড পজিশনের পাশাপাশি উইং বরাবর খেলতেও তিনি পারদর্শী। তেত্রিশ বছর বয়সী ইবসন মেলোর জন্ম ব্রাজিলের রেসিফেতে। উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চির বেশি। বিশ্বের একাধিক ক্লাবে খেললেও আন্তর্জাতিক স্তরে দারুণ নামকরা কোনো ক্লাবে খেলেননি। তবে যেখানেই গিয়েছেন গোল করেছেন। এশিয়ান ফুটবল সম্পর্কে যথেষ্ট ধারণা রয়েছে তার। কেরিয়ারের শুরুর দিকে সাইপ্রাসের একাধিক ক্লাবে খেললেও ভালো সময় কাটিয়েছেন এশিয়ায়।
𝙄𝘽𝙎𝙊𝙉 𝙈𝙀𝙇𝙊 is here 🇧🇷➡️🇮🇳
He is bringing in the samba flair to the Northeast 😎👊 #WelcomeIbson #NEUFC #StrongerAsOne #8States1United pic.twitter.com/HTMoBjY73I
— NorthEast United FC (@NEUtdFC) July 7, 2023
<
p style=”text-align: left;”>কেরিয়ারের বিগত কয়েক মরসুম এশিয়ান ক্লাবে খেলেছেন ইবসন মেলো। ধারাবাহিকভাবে খেলেছেন থাই লীগে। থাইল্যান্ডে কাটিয়েছে কেরিয়ারের অন্যতম সেরা সময়। ২০১৯ সাল থেকে টানা রয়েছেন থাইল্যান্ডের ক্লাবে। সামুত প্রকন সিটি, সুখোথাই এবং সর্বশেষ খোন কায়েন ইউনাইটেডের হয়ে থাই লীগে মাঠে নেমেছেন। এই তিনটি ক্লাবের হয়ে প্রচুর গোল করেছেন। বিগত দুটি মরসুমে পঞ্চাশের বেশি ম্যাচ খেলে করেছেন কুড়িটির বেশি গোল।