Transfer window: ISL-এর ক্লাবে বার্সেলোনার প্রাক্তন স্ট্রাইকার

দল বদলের বাজারে (Transfer window) চমক দিল এফসি গোয়া (FC Goa) । বার্সেলোনায় খেলা স্ট্রাইকারকে (Barcelona Striker) দলে নিশ্চিত করেছে গোয়ার ফ্র্যাঞ্চাইজি দলটি।

Carlos Martinez

দল বদলের বাজারে (Transfer window) চমক দিল এফসি গোয়া (FC Goa) । বার্সেলোনায় খেলা স্ট্রাইকারকে (Barcelona Striker) দলে নিশ্চিত করেছে গোয়ার ফ্র্যাঞ্চাইজি দলটি। শুক্রবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই সই সংবাদ। চূড়ান্ত ঘোষণার আগে কিছুটা হাইপ বাড়িয়েছিল ক্লাব।

ভারতীয় ফুটবলে একাধিকবার ভালো মানের বিদেশি ফুটবলার নিয়ে এসেছে এফসি গোয়া। এবারেও তারা চমক দিল। গৌড়দের হয়ে খেলতে দেখা যাবে কার্লোস মার্তিনেজকে। খেলেন স্ট্রাইকার হিসেবে। পছন্দ করেন ১০ নম্বর জার্সি। ফুটবলারের প্রোফাইল ভালো হলেও এফসি গোয়ার প্রত্যেক সমর্থক কিন্তু খুশি হতে পারছেন না।

কার্লোস মার্তিনেজের জন্ম বার্সেলোনায়। সিনিয়র কেরিয়ারের শুরুর দিকে খেলেছেন বার্সেলোনার বি দলের হয়ে। বার্সেলোনার যুব স্কোয়াডের সঙ্গেও ছিলেন বেশ কিছুকাল। সিনিয়র কেরিয়ারের মতো তার ইয়ুথ কেরিয়ারও বেশ চোখে পড়ার মতো। পরিণত বয়সে প্রচুর ক্লাবে খেলেছেন। সিনিয়র কেরিয়ার শুরু করেছিলেন সেই ২০০৫ সালে। বার্সেলোনার বি দলের হয়ে শুরু করেছিলেন খেলা। বেশ কিছু গোলও করেছিলেন কাতালান ক্লাবটির হয়ে। কেরিয়ারের মধ্য গগনে খেলেছেন ভিলেরিয়াল বি দলে।

<

p style=”text-align: left;”>কেরিয়ারের শুরুটা ভালো হলেও প্রত্যাশা মতো ওপরে ওঠেনি কেরিয়ার গ্রাফ। হ্যাটট্রিকও রয়েছে নামের পাশে। বয়স এখন অনেকটাই, ৩৭ বছর। তাই এফসি গোয়ার পক্ষ থেকে সই সংবাদ দেওয়া হলেও খুশি হতে পারছেন না ক্লাবের প্রত্যেক সমর্থক। যদিও বেশি বয়সেও যে ভালো ফুটবল খেলা যায় সেটার নিদর্শন একাধিকবার পেয়েছে ইন্ডিয়ান সুপার লীগ। বর্তেলোমৌ অগবেচে যার অন্যতম উদাহরণ। এশিয়ান ফুটবল সম্পর্কেও ধারণা রয়েছে কার্লোস মার্তিনেজের।