Purba Bardhaman: দাদাগিরি শেষ, টোল কর্মীকে মারধর করে তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল চাইলেন ক্ষমা

পূর্ব বর্ধমান (Purba Bardhaman) লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সুনীল মন্ডলের বিরুদ্ধে টোল প্লাজা কর্মীকে মারধরের অভিযোগে রাজনৈতিক মহল সরগরম। যদিও সাংসদ সব অভিযোগ অস্বীকার করেছেন।…

পূর্ব বর্ধমান (Purba Bardhaman) লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সুনীল মন্ডলের বিরুদ্ধে টোল প্লাজা কর্মীকে মারধরের অভিযোগে রাজনৈতিক মহল সরগরম। যদিও সাংসদ সব অভিযোগ অস্বীকার করেছেন। তবে টোল প্লাজার সিসিটিভি ফুটেজে বিতর্ক বাড়ছে। এই ঘটনায় তিনি ‘অনুতপ্ত’ বলেছেন। জেলার রাজনৈতিক মহল মনে করছে দলীয় শীর্ষ নেতাদের ধমক খেয়েছেন সাংসদ।

জেলা পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, ‘‌আমাদের কাছে ভিডিও এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’‌ বিতর্কিত ঘটনায় দলকেও পাশে পাননি সাংসদ। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের একাংশ নেতা সাংসদের এমন আচরণে ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ সুনীল মণ্ডলের মতো নেতারা দলের বদনাম ঘটাচ্ছে। বিরোধী দল বিজেপি, সিপিআইএম ও কংগ্রেসের তরফে সাংসদের ভূমিকা নিয়ে কটাক্ষ চলছে। পূর্বতন বাম জমানায় কোনও বাম সাংসদের আচরণ এমন ছিল না বলেই দাবি সিপিআইএমের।

মেমারীর পালসিট টোল প্লাজার কর্মরত এক কর্মীর গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে সাংসদের বিরুদ্ধে।জানা গেছে সাংসদ সুনীল মন্ডল বৃহস্পতিবার মঙ্গলকোটের একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। কলকাতা থেকে পালশিট টোল প্লাজা পেরিয়ে যাবার সময়ে কর্তব্যরত টোল কর্মী উজ্জ্বল সিং সর্দার নিয়ম মেনেই গাড়ি আফগান। এর পরেই রেগে অগ্লিশর্মা হয়ে যান পূর্ব বর্ধমানের সাংসদ।

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, সাংসদের গাড়ির সামনে একটি লাল ফাইবারের স্ট্যান্ড লাগিয়ে দেন টোল প্লাজার কর্মী। চালক সেই প্লাস্টিকের স্ট্যান্ড ফেলে দিয়ে গাড়ি নিয়ে এগিয়ে যাবার চেষ্টা করে। গাড়ি থামিয়ে আচমকা নেমে আসেন তৃণমূল সাংসদ সুনীল মন্ডল। ওই টোলপ্লাজা কর্মীর গলায় ধাক্কা দেন সাংসদ। সেই ভিডিও ঘিরে তীব্র বিতর্কে জড়িয়েছে শাসকদল।