Purba Bardhaman: শক্তিগড়ে ১২ ঘণ্টা পরেও অচল পরিস্থিতি, হাওড়া-ধানবাদ রেল যোগাযোগ বিচ্ছিন্ন

পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) শক্তিগড়ে (Shaktigarh) লোকাল ট্রেন বেলাইন হওয়ার ১২ ঘণ্টা পরেও স্বাভাবিক নয় হাওড়া ও আসানসোল হয়ে ধানবাদ পর্যন্ত ট্রেন চলাচল। একাধিক স্টেশনে…

পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) শক্তিগড়ে (Shaktigarh) লোকাল ট্রেন বেলাইন হওয়ার ১২ ঘণ্টা পরেও স্বাভাবিক নয় হাওড়া ও আসানসোল হয়ে ধানবাদ পর্যন্ত ট্রেন চলাচল। একাধিক স্টেশনে দাঁড়িয়ে আছে দূরপাল্লার ট্রেনগুলি। পূর্ব রেলের হাওড়া ও বর্ধমানের মধ্যে মেন ও কর্ড লাইনের মধ্যে ট্রেন চলাচল সাময়িক বন্ধ।

শক্তিগড় হল বর্ধমান হাওড়া শাখার মেন ও কর্ড লাইনের সংযোগ। ফলে ধানবাদ, আসানসোল, বর্ধমান হয়ে হাওড়া যাওয়ার ট্রেন চলাচল বন্ধ।

ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল বুধবার রাত ৯ টা ২০ মিনিটে শক্তিগড় স্টেশনে ঢোকার মুখে বেলাইন হয়। লাইন মালগাড়ির সঙ্গে লোকাল ট্রেনের সংঘর্ষ হয়। সিগনালিং ব্যবস্থার ত্রুটির কারণে এই দুর্ঘটনা। গতরাত থেকে চলছে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ।