‘জয় শ্রী রাম শুনলে তৃণমূলের জ্বর আসে, বলছে মোদীকে গুলি করো,’ বিরাট মন্তব্য প্রধানমন্ত্রীর

তৃতীয় দফার লোকসভা ভোটের আগে ফের বাংলার আবহাওয়া তপ্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বর্ধমানের জনসভা থেকে প্রধানমন্ত্রী জানালেন, ‘আমি আরাম করার জন্য জন্মাইনি, শুধু…

তৃতীয় দফার লোকসভা ভোটের আগে ফের বাংলার আবহাওয়া তপ্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বর্ধমানের জনসভা থেকে প্রধানমন্ত্রী জানালেন, ‘আমি আরাম করার জন্য জন্মাইনি, শুধু নিজের জন্য বাঁচতে চাই না। ইশ্বররুপী জনতার আশীর্বাদ পেয়েছি। বছরের পর বছর এই আশির্বাদ বেড়ে চলুক। ১৪০ কোটির জনসেবার সঙ্কল্প নিয়ে বাঁচতে চাই। দেশবাসীই আমার পরিবার।’

শুক্রবার বর্ধমানে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে জনসভা করলেন মোদী। তিনি বলেন, ‘আত্মনির্ভর ভারত গরতে দিন রাত এক করে খাটছি। কারোর সমস্যা দেখলে নিজেকে ঠিক রাখতে পারি না। আনন্দ-ফুর্তি করার জন্য আমি জন্মাইনি। মানুষের স্বপ্ন পূরণ করাই আমার স্বপ্ন। আগামী ৫ বছর দারিদ্রতা দূর করে ছাড়বো। কেউ গরিব হয়ে থাকুক আমি চাই না। আমি চাই বর্ধমানের আবার জয়জয়কার হোক। তৃণমূল-বাম-কংগ্রেসের মুখে শুধুই মারধরের কথা।’

   

বিরোধীদের উদ্দেশ্যে মোদী জানিয়ে দিলেন, ‘আমাকে যত বেশি গালি দেবেন তত বেশি দেশের সেবা করবো। তৃণমূল-বামেরা বলছে মোদীর মাথায় লাঠি মারো। ওরা বলছে মোদীকে গুলি করো। কিন্তু ভয় শব্দ আমার অভিধানে নেই। তৃণমূল বিধায়ক সবার সামনে হুমকি দিচ্ছে। হুমকি দেওয়াটা কোন সংস্কৃতি। জয় শ্রীরাম শুনলে তৃণমূলের জ্বর আসে। বাংলায় হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। রাম মন্দির নির্মাণে এদের আপত্তি কেন? ভোট জিহাদের খেলা খেলছে বিরোধীরা। দেশ ও সমাজের বিভাজন করে বাম, কংগ্রেস, তৃণমূল।’