Congress: রাহুল গান্ধীর সঙ্গে সামিল হওয়া হল না, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে প্রিয়াঙ্কা

কংগ্রেস (Congress) দলে বড়সড় ধাক্কা। ভারত জোড়ো ন্যায় যাত্রার মাঝেই বড়সড় ধাক্কা খেল ‘হাত’ শিবির। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায়…

Priyanka Gandhi

কংগ্রেস (Congress) দলে বড়সড় ধাক্কা। ভারত জোড়ো ন্যায় যাত্রার মাঝেই বড়সড় ধাক্কা খেল ‘হাত’ শিবির। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায় যাত্রা মণিপুর থেকে মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে। তবে শারীরিক অসুস্থতার কারণে ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিতে পারবেন না কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভডরা (Priyanka Gandhi Vadra) ।

প্রিয়াঙ্কা গান্ধী সোশ্যাল মিডিয়া এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, “আমি ভারত জোড়ো ন্যায় যাত্রার উত্তরপ্রদেশে পৌঁছানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, কিন্তু অসুস্থতার কারণে আমাকে আজ হাসপাতালে ভর্তি করতে হয়েছে। স্বাস্থ্যের উন্নতি হলেই আমি এ যাত্রায় যোগ দেব। ততদিন পর্যন্ত চান্দৌলি-বেনারসে আসা সমস্ত যাত্রী, উত্তরপ্রদেশ থেকে আমার সহকর্মী এবং আমার প্রিয় ভাই যাঁরা এই যাত্রার জন্য নিষ্ঠার সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের শুভেচ্ছা জানাই।”

   

শুক্রবার উত্তরপ্রদেশের চান্দৌলিতে ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দেওয়ার কথা ছিল প্রিয়াঙ্কা গান্ধীর। আসলে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা মণিপুর থেকে মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে। ১৬ থেকে ২১ ফেব্রুয়ারি পূর্ব উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় এবং তারপর রায়বেরিলি ও আমেঠিতে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হবে। ২২ এবং ২৩ ফেব্রুয়ারি যাত্রার বিশ্রামের দিন। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি পশ্চিম উত্তরপ্রদেশে ফের যাত্রা শুরু হবে।