চলতি মরশুমে মুম্বাই সিটি এফসিকে পরাজিত করে আইএসএলের শিল্ড জয় করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা সকলের কাছে। তবে সেখানেই শেষ নয়। এবার আইএসএলের ফাইনাল। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে সেই মুম্বাই সিটি এফসি। লড়াইটা খুব একটা সহজ নয়।
ঘরের মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার ফলে যথেষ্ট অ্যাডভান্টেজ থাকলেও বদলা নেওয়ার পরিকল্পনা থাকবে মুম্বাইয়ের। সেকথা অনেক আগেই জানিয়েছেন প্রতিপক্ষ দলের কোচ পেট্রো ক্র্যাটকি। তবে নিজেদের সেরা একাদশ নামিয়ে বাজিমাত করার লক্ষ্য হাবাসের। সেইমতো অনুশীলন করাচ্ছেন গোটা দলকে। এখন এই ম্যাচের দিকেই তাকিয়ে গোটা দেশের ফুটবলপ্রেমীরা।
তবে শুধু আইএসএল নয়। আগামী মরশুমে এএফসি চ্যাম্পিয়নস লিগের মতো বৃহৎ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাগান ব্রিগেড। সেইমতো নিজেদের শক্তিশালী স্কোয়াড তৈরি করার কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। আগামী মরশুমে ও দলে প্রায় নিশ্চিত দুই অজি ফুটবলার তথা জেসন কামিন্স এবং দিমিত্রি পেত্রাতোস। তাদের দৌলতেই এই মরশুমে বহু ম্যাচ জয় করেছে বাগান ব্রিগেড। এমনকি গোল্ডেন বুটের দৌড়ে ও রয়েছেন এই দুই ফুটবলার। তবে নতুন সিজনের আইএসএলের পাশাপাশি এএফসি চ্যাম্পিয়নস লিগের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টের কথা ভেবে আরো এক অস্ট্রেলিয়ান বিশ্বকাপারকে দলে নেওয়ার পথে সবুজ-মেরুন ব্রিগেড। তিনি জেমি ম্যাক্লারেন।
গত কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যম থেকে যে খবর উঠে এসেছে সেই অনুযায়ী, আগত নতুন মরশুমের জন্য অনেকটাই নিশ্চিত এই অজি তারকা। এই সিজনে মেলবোর্ন সিটির হয়ে খেলেছেন তিনি। ২৭ টি অ্যাপিয়ারেন্সের সাথে মোট ১০টি গোল ও ২টি অ্যাসিস্ট থেকেছে এই তারকা ফুটবলারের। তাকে নাকি প্রস্তাব ও পাঠানো হয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস দলের তরফে।
এক্ষেত্রে কথাবার্তা ও নাকি অনেকটাই ইতিবাচক। জানা গিয়েছে, গত বেশ কিছু ফুটবল সিজন ধরেই নাকি তার উপর নজর রাখতে শুরু করেছিল বাগান ম্যানেজমেন্ট। প্রত্যেক ক্ষেত্রেই তার পারফরম্যান্স যথেষ্ট আকর্ষন করেছে সকলকে। সেজন্য, চ্যাম্পিয়নস লিগের কথা মাথায় রেখে তাকে পেতে অলআউট যেতে চাইছে এই প্রধান। এবার শুধু চূড়ান্ত হওয়ার অপেক্ষা।