জন্ম নিল দানবীয় শক্তির ঘূর্ণি ‘Mocha’, কক্সবাজার-আন্দামানে বিশেষ সতর্কতা

দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে (Mocha) পরিণত হয়েছে। এর অভিমুখ ভারতীয় উপকূলবর্তী রাজ্যগুলির দিকে হবে না তবে (Andaman) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে…

দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে (Mocha) পরিণত হয়েছে। এর অভিমুখ ভারতীয় উপকূলবর্তী রাজ্যগুলির দিকে হবে না তবে (Andaman) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিশেষ সতর্কতা জারি হয়েছে। দ্বীপগুলির মধ্যে ফেরি চলাচলে জারি হয়েছে সাময়িক নিষেধাজ্ঞা।

সামুদ্রিক ঘূর্ণি Mocha ছুটছে বাংলাদেশের চট্টগ্রাম ও মায়ানমারের রাখাইন প্রদেশের উপকূল অভিমুখে। ঘূর্ণি মোকাবিলায় বাংলাদেশ সরকার তৈরি বলে জানিয়েছে শেখ হাসিনার সরকার।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি সঞ্চয় করে পেছনে বাঁক নিয়ে উত্তর-উত্তর-পূর্ব দিকে সরে যেতে পারে। আশঙ্কা করা হচ্ছে, এটি দানবীয় শক্তি নিয়ে সুপার সাইক্লোনে পরিণত হতে পারে।

এটি আরও ঘণীভূত হয়ে আছড়ে পড়বে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরর উপর। প্রতিটি বন্দরে সতর্ক সংকেত দেখানো শুরু হয়েছে।