Purba Bardhaman: ‘কেন করলেন ওকে চেয়ারম্যান’ বলেই হনুমানের মতো লাফ TMC কাউন্সিলরের

Hreavy chaos in Kalna municipality tmc inner conflict

মন্ত্রী স্বপন দেবনাথ হতবম্ভ। এমনও কেউ করে নাকি। ততক্ষণে হই হই পড়ে গেছে। টিএমসি কাউন্সিলর হনুমানের মতো ঝুলতে শুরু করেছেন। তিনি ঝাঁপ মারবেন বলে তৈরি। কারণ, চেয়ারম্যান না পসন্দ! বিতিকিচ্ছিরি কাণ্ড পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনা পুরসভার বোর্ড গঠনে। চেয়ারম্যানের শপথগ্রহণের আগে ব্যাপক উত্তেজনা ও তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিক্ষোভ সামাল দিতে মন্ত্রী স্বপন দেবনাথের ঘাম ছুটে গেল।

ঘটনার কেন্দ্র কালনার পুরশ্রী হল। এই হলের উপর থেকে মন্ত্রী স্বপন দেবনাথের সামনেই এক তৃণমূল কংগ্রেস জয়ী কাউন্সিলার ঝাঁপ মারার চেষ্টা করলেন। তবে তিনি ঝাঁপ মারেননি, খানিকটা দোল খেয়ে রণে ভঙ্গ দিলেন।

   

কালনা পুরসভার চেয়ারম্যান পদে নাম ঘোষণা হয়েছিল আনন্দ দত্ত এবং ভাইস চেয়ারম্যান জন্য নাম ঘোষণা হয়েছিল তপন পোড়েলের। কিন্তু চেয়ারম্যান পছন্দ নয়। তাই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এ দিন বিক্ষোভ চরম পর্যায়ে ওঠে। দলের নেতা ও মন্ত্রীর সামনে দুপক্ষ পরস্পরকে বাপবাপান্ত করতে থাকে। এর পর হয় সেই ঝুলে পড়া নাটক।

পরিস্থিতি দ্রুত ঠিক হবে বলেছেন স্বপনবাবু। তবে কালনার মতো এমন দমদার না হলেও বিক্ষোভের রেশ চলছে বর্ধমান পুরসভাতেও। পদত্যাগ নাটক হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন