Howrah: আনিস খানের ভাই সলমনকে খুনের চেষ্টা, থানা ঘেরাও বাম সংগঠনের

ফেব্রুয়ারি মাসে ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যুর ঘটনায় রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়। ঘটনার অন্যতম সলমন খানকে হত্যার চেষ্টা করে একদল দুষ্কৃতি। সেই ঘটনায় এবার…

ফেব্রুয়ারি মাসে ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যুর ঘটনায় রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়। ঘটনার অন্যতম সলমন খানকে হত্যার চেষ্টা করে একদল দুষ্কৃতি। সেই ঘটনায় এবার আমতা থানা ঘেরাও অভিযান ককে CPIM এর ছাত্র যুব সংগঠন DYFI, SFI এদিন আনিসের বাড়ি থেকে আমতা থানা অবধি চলে বিক্ষোভ কর্মসূচি৷

এদিনের মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের এসএফআই ও ডিওয়াইএফআই নেতৃত্ব৷ উপস্থিত ছিলেন ছাত্রনেতা আনিস খানের বাবা সালেম খান৷ আনিস খানের মৃত্যুর ঘটনায় অন্যতম সাক্ষী সলমনকে কেন নিরাপত্তা দেওয়া হল না? প্রশ্ন তুলেছেন তাঁরা৷

উল্লেখ্য, শুক্রবার রাত ১ টা ১৫ নাগাদ আচমকা সলমনের বাড়িতেই তাঁর ওপর হামলা চালায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। সলমনের স্ত্রী জানিয়েছেন, বাথরুম থেকে বেরিয়ে দেখেন হামলার পর মাথায় গুরুতর আঘাত নিয়ে পড়ে থাকেন সলমন। সলমনের স্ত্রীর চিতকারে এলাকাবাসী এসে রক্তাক্ত সলমনকে হাসপাতালে নিয়ে যান। ততক্ষণে ঘটনাস্থল থেকে চম্পট দেয় হামলাকারী। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সলমন। তাঁর সঙ্গে দেখা করে বাম ছাত্র-যুব নেতৃত্ব।

হাওড়ার ছাত্র নেতা আনিস খান হত্যা মামলার সাক্ষী সলমন। পরিবারের অভিযোগ, এর পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতির হাত থাকতে পারে৷ একই অভিযোগ তুলেছেন আনিস খানের বাবা সালেম খান৷ আনিসের মৃত্যুর পর পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেয় সলমন। মামলার মূল সাক্ষী হওয়াতেই তাঁর ওপর হামলা চালানো হয়েছে৷ অভিযোগ, বারবার পুলিশের কাছে নিরাপত্তা চাইলেও দেওয়া হয়নি। এমনকি আগেও সলমনের ওপর হামলা চালানো হয়। যদিও গোটা ঘটনায় অভিযোগ এড়িয়ে গেছে তৃণমূল।