Tapas Saha: আমি টাকা কালেকশন করে দিতাম, তাপস সম্পর্কে বিস্ফোরক আপ্ত সহায়ক প্রবীর

শুক্রবার দুপুরে নিয়োগ দুর্নীতি মামলায় তেহট্টের বিধায়ক তাপস সাহার (ehatta MLA Tapas Saha) বাড়িতে হানা দেয় সিবিআইয়ের বিরাট দল। পাশাপাশি তাঁর আপ্ত সহায়ক প্রবীর কয়ালের (Prabir Kayal) বাড়িতে উপস্থিত হয় সিবিআই৷

Tehatta MLA Tapas Saha in Controversy over Money Collection

শুক্রবার দুপুরে নিয়োগ দুর্নীতি মামলায় তেহট্টের বিধায়ক তাপস সাহার (ehatta MLA Tapas Saha) বাড়িতে হানা দেয় সিবিআইয়ের বিরাট দল। পাশাপাশি তাঁর আপ্ত সহায়ক প্রবীর কয়ালের (Prabir Kayal) বাড়িতে উপস্থিত হয় সিবিআই৷ যদিও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রবীর কয়াল দাবি করেন, আমি টাকা কালেকশন করে দিতাম। নিজে বাঁচার জন্য এখন সমস্ত অভিযোগ অস্বীকার করছেন তাপস সাহা।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার তাপস সাহার বাড়িতে উপস্থিত হয়েছে নয় জনের একটি দল। ১৮ তারিখ কলকাতা হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে নতুন করে এফআইআর দায়ের করে চলছে তল্লাশি৷ তাপস সাহার বাড়ি থেকে কোনও নথি মেলেনি৷ কিন্তু এখন বিআর আম্বেদকর কলেজে হানা দিয়েছে সিবিআই।

এই মুহুর্তে ওই কলেজের সমস্ত ফ্লোর খুঁজে দেখা হচ্ছে৷ টর্চ নিয়ে ও তাপস সাহাকে সঙ্গে নিয়ে চলছে তল্লাশি অভিযান৷ সূত্রের খবর, তাপস সাহার আপ্ত সহায়ক প্রবীর কয়ালের বাড়ি থেকে গ্রুপ সি, গ্রুপ ডি, আইসিডিএস ও স্বাস্থ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি প্রবীর কয়ালকে ঘুষ বাবদ ৪০ লক্ষ টাকা দেওয়া হয়েছে৷ এমনটা খবর সিবিআই সূত্রে। প্রায় আড়াই ঘন্টা ধরে চলছে তল্লাশি।

গত সপ্তাহের শুক্রবারের দুপুর তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। পরে গ্রেফতার হন তিনি৷ পরের সপ্তাহের শুক্রবারের দুপুর নিয়োগ দুর্নীতি মামলায় তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে উপস্থিত সিবিআই৷ রাজ্যজুড়ে জনসংযোগে নামতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ম তার আগে প্রশ্নের মুখে রাজ্যের শাসক দল৷