Tata Altroz এবার সিএনজি চালিত, শুরু হল গাড়ির বুকিং

ভারতীয় চার চাকার বাজারে যে সমস্ত সংস্থা তাদের নামিদামি গাড়ি নিয়ে সাধারণ মানুষের মন জয় করে রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো টাটা। স্বাধীনতার আগে থেকেই ভারতীয় এই সংস্থা সাধারণ মানুষের মনের অনেক কাছের, কারণ প্রথম থেকেই বিভিন্নভাবে সাধারণ মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেছে সংস্থা।

Tata Altroz CNG Variant - Eco-friendly and Fuel-efficient Car

ভারতীয় চার চাকার বাজারে যে সমস্ত সংস্থা তাদের নামিদামি গাড়ি নিয়ে সাধারণ মানুষের মন জয় করে রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো টাটা (Tata)। স্বাধীনতার আগে থেকেই ভারতীয় এই সংস্থা সাধারণ মানুষের মনের অনেক কাছের, কারণ প্রথম থেকেই বিভিন্নভাবে সাধারণ মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেছে সংস্থা।

ভারতের সাধারণ মানুষের ব্যবহারে নুন থেকে শুরু করে ইস্পাত সমস্ত কিছুই নির্মাণ করে টাটা গোষ্ঠী, আর তারই মধ্যে অন্যতম হলো টাটা মোটরস যার জনপ্রিয়তা দেশ চালিয়ে বিদেশের মাটিতেও। অন্যদিকে ঠিক একইভাবে ভারতীয় রেল পথের বিস্তারে প্রথম থেকে অগ্রণী ভূমিকা নিয়ে রেখেছে টাটা গোষ্ঠী। জানা যায় একটা সময় ভারতে বাষ্প চালিত ইঞ্জিন তৈরি গত টাটা পরে অবশ্য সেই ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পরে বর্তমানে রেলের লাইন তৈরি করে টাটা গোষ্ঠী।

তাছাড়া ভারতীয় সেনাবাহিনীর গাড়িগুলোর মধ্যে বরাবরই প্রথম স্থান পায় টাটা গোষ্ঠী নির্মিত গাড়ি। কারণ টাটা গোষ্ঠী প্রথম থেকে দেশের বর্ষার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। তবে নতুন করে টাটা মোটরস নিয়ে বলার কিছুই নেই তবে এবার সিএনজি চালিত গাড়ি নিয়ে আসতে চলেছে টাটা।

টাটা Altroz ভারতীয় গাড়ির বাজারে প্রথম থেকে রাজ করছে আর এবার টাটা গোষ্ঠী তাদের এই গাড়ির সাথেই যুক্ত করে দিল সিএনজি প্রযুক্তি। শুধু তাই নয় ইতিমধ্যেই এই গাড়ির বুকিং শুরু করেছে সংস্থা সংস্কার তরফ থেকে জানানো হয়েছে মাত্র ২১ হাজার টাকা দিলেই করা যাবে গাড়ির বুকিং।

সংস্থা তরফ থেকে আরও জানানো হয়েছে আগামী মে মাসে এই গাড়ি পৌঁছে যাবে ভারতীয় বাজারে যার দাম ৬ লক্ষ ৪৫ হাজার টাকা থেকে শুরু করে ১০ লক্ষ টাকার মধ্যে। অন্যদিকে শুধুমাত্র সিএনজি নয় তার সাথে থাকছে পেট্রোল চালিত ইঞ্জিনের সুবিধা অর্থাৎ একসাথে দু’রকম শক্তির প্রদর্শন করবে এই গাড়ি।