Hanshkhali Case: পুলিশি নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে হাঁসখালি ধর্ষণকাণ্ডের সাক্ষীকে ‘অপহরণ’

ফের হামলার অভিযোগ হাঁসখালির নির্যাতিতার পরিবারের উপর। অভিযোগ করা হচ্ছে যে মৃত নির্যাতিতার সাক্ষী তাঁর ছোট কাকাকে পুলিশি নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে থেকে তুলে নিয়ে গিয়ে…

old neighbor physically assaultesd class 9 student

ফের হামলার অভিযোগ হাঁসখালির নির্যাতিতার পরিবারের উপর। অভিযোগ করা হচ্ছে যে মৃত নির্যাতিতার সাক্ষী তাঁর ছোট কাকাকে পুলিশি নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। শনিবার সন্ধ্যার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

জানা যাচ্ছে, শনিবার সন্ধ্যাবেলায় ঘটনাটি ঘটেছে। মৃত নির্যাতিতার সাক্ষী তাঁর ছোট কাকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। পরিবার অভিযোগ করেছে যে অভিযুক্তর পরিবারের ঘনিষ্ঠ দুষ্কৃতীরা এই হামলা করেছে। তবে পুলিশি নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে কীকরে এমবন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

শনিবার রাত ৮টা নাগাদ মৃতের বাড়িতে ঢোকে কয়েকজন দুষ্কৃতী। এরপর তারা নির্যাতিতার ছোট কাকাকে বাড়ি থেকেই চাদরে মুড়িয়ে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে বলে তাদের বিরুদ্ধে। অভিযোগ, তাকে মারধরের পাশাপাশি খুনের হুমকিও দেওয়া হয়। এছাড়া, রানাঘাট আদালতে গিয়ে মিথ্যা সাক্ষী দিতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় বলে দাবি করেছে পরিবার।

Advertisements

ঘটনার জেরে আতঙ্কিত মৃত নির্যাতিতার পরিবার। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো এই পরিবারকে নিরাপত্তা দিচ্ছিল পুলিশ। সেই নিরাপত্তার মাঝেই এমন ঘটনা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে বগুলা হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে নির্যাতিতার কাকার।