
নির্বাচন পরবর্তী ত্রিপুরায় (Tripura Election 2023) আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়ে চলেছে বলেই অভিযোগ। এবার রাজধানী আগরতলার একটি বিদ্যালয়ে ঢুকে পড়ুয়াদের অপহরণের চেষ্টায় তীব্র ক্ষোভ ছড়াল। অবিভাবকরা আতঙ্কিত। অভিযোগ, ভোট মিটতেই রাজনৈতিক সংঘর্ষের জেরে দিনের পর দিন পরিস্থিতির অবনতি হচ্ছে।
শনিবার আগরতলার রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে ঢুকে পড়ুয়াদের অপহরণের চেষ্টা হয় কয়েকজন পড়ুয়া চিতকার করে জানায়, জানালার পাশ দিয়ে একজন উঁকি মেরে চকোলেট নিয়ে ডাকতে থাকে। একজন এসে জানালা দিয়ে স্প্রে করছিল। তার হাতে একটা চাকু ছিল। পড়ুয়ারা চিতকার করতেই ওই যুবক দৌড়ে পালায়। পুরো বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই ঘটনার জেরে আগরতলা শহরের অন্যান্য বিদ্যালয়েও আতঙ্ক ছড়ায়। সব বিদ্যালয়ে সতর্কতা অবলম্বন করা হয়। ঘটনার তদন্তে নেমেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। আতঙ্কিত পড়ুয়ারা বলে, জানালার পাশ থেকে চাকু ও চকোলেট নিয়ে একজন ডাকছিল। সে বলছিল আসো আসো।
বিদ্যালয়ে ঢুকে পড়ুয়াদের অপহরণের চেষ্টা করার ঘটনায় আগরতলা শহরে ছড়িয়েছে ক্ষোভ। অভিযোগ, আগে এমন ঘটেনি। এখন আইন শৃঙ্খলা নেই। ভোট মিটতেই আগরতলায় একের পর এক চুরি ছিনতাই হচ্ছে। বিভিন্ন সরকারি পরিষেবা ভেঙে পড়ছে।