আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে বাংলাদেশে (Bangladesh) অপহৃত হয়েছেন এক ভারতীয় মহিলা এমনই অভিযোগ তার স্বামীর। অপহৃতার নাম ফাতেমা খাতুন। তিনি ত্রিপুরার (Tripura) বাসিন্দা। অপহৃতার পরিবারের তরফে মামলা দায়ের করা হয়েছে।
ফাতেমা খাতুন ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়ার শোভাপুর এলাকার বাসিন্দা। তার পরিবারের তরফে অভিযোগ, বাংলাদেশে আত্মীয়ের বাড়ি থেকে ভারতে ফেরার পথে আন্তর্জাতিক সীমান্তের খুব কাছে থেকে অপহরণ করা হয়।
সোনামুড়ার বাসিন্দা সাদেক মিয়ার স্ত্রী ফাতেমা খাতুন ভিসা নিয়ে গত ২৭ নভেম্বর বাংলাদেশ কোঠবাড়ী রাইচর গেছেন। সেখানে তার এক আত্মীয়ের বাড়ি। বাংলাদেশে তার ওই আত্মীয়ের বাড়ির সঙ্গে রবিবার রাতে এলাকার কয়েকজনের বিবাদ হয়েছিল। সেই বিবাদের পর ফাতেমা খাতুন সোমবার সকালে ভারতে আসার জন্য চেকপোস্টের কাছে আসেন। অভিযোগ, বাংলাদেশের কুমিল্লা বিবির বাজার চেকপোস্টের ভিতর থেকে কিছু দুষ্কৃতী ওই ভারতীয় মহিলাকে অপহরণ করেছে।
অপহৃতর স্বামী সাদেক মিয়া জানান, পরিস্থিতি নিয়ে আতঙ্কিত ছিলেন আমার স্ত্রী। তাকে অপহরণ করেছে বাংলাদেশের সাহাপুরের বাসিন্দা রাসেল মিয়া, সাইদুল ইসলাম, সুমন মিয়া। ফাতেমা খাতুনের স্বামী সাদেক মিয়া ও পুত্র পারভেজ সোনামুড়া থানায় বাংলাদেশের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা করেছেন।
এই ঘটনায় ত্রিপুরায় চাঞ্চল্য। এ রাজ্যের সিংহভাগ বাংলাভাষীর সঙ্গে বাংলাদেশের নিবিড় সংযোগ। বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে নিত্য যাতায়াত আছে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও সংযোগ প্রায় বন্ধ। সাদেক মিয়া জানিয়েছেন, তিনি স্ত্রীর সাথে ফোন কোনো যোগাযোগ করতে পারছেন না।