তেলেঙ্গানার (Telangana) মুলুগু জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৭ জন মাওবাদী নিহত হয়েছেন। রবিবার এই তথ্য জানিয়েছেন স্থানীয় পুলিশ। মুলুগুর পুলিশ সুপার (এসপি) শবরিশ জানিয়েছেন, এনকাউন্টারটি এতুরনাগারাম জঙ্গলের এলাকায় ঘটে।
পুলিশের মতে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা এতুরনাগারাম জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করে। অভিযানের সময় মাওবাদীরা পুলিশ বাহিনীর উপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে সংঘর্ষের ঘটনা ঘটে। এসপি শবরিশ জানিয়েছেন, “এতুরনাগারাম জঙ্গলে মাওবাদীদের সঙ্গে পুলিশের এনকাউন্টারে ৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে।”
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পরও এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মাওবাদীদের অস্ত্রশস্ত্র বা অন্যান্য সামগ্রী উদ্ধার করার জন্য নিরাপত্তা বাহিনী পুরো জঙ্গল এলাকাটি ঘিরে রেখেছে।
মুলুগু জেলা দীর্ঘদিন ধরে মাওবাদী কার্যকলাপের কেন্দ্র হিসেবে পরিচিত। মাওবাদীরা এখানে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনা ঘটিয়ে থাকে।
পুলিশ ও নিরাপত্তা বাহিনী মাওবাদীদের দমন করার জন্য বেশ কয়েকটি অভিযান চালিয়েছে। এ ধরনের এনকাউন্টার প্রায়শই তেলেঙ্গানার এই অঞ্চলে ঘটে।
সংঘর্ষের পর এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা পড়েছে। মাওবাদী কার্যকলাপ দমনে পুলিশের তরফ থেকে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।