ছদ্মবেশী ‘ছেলেধরা’! শিশু অপহরণের নতুন ছক মুর্শিদাবাদে

মুর্শিদাবাদ: শিশু অপহরণ প্রায় নিত্যদিনের খবর৷ সময়ের সঙ্গে সঙ্গে শুধু বদল হয় অপহরণের ফাঁদ৷ আর সেই সঙ্গে খালি হয় একাধিক মায়ের কোল৷ নিখোঁজ হয়ে যায়…

মুর্শিদাবাদ: শিশু অপহরণ প্রায় নিত্যদিনের খবর৷ সময়ের সঙ্গে সঙ্গে শুধু বদল হয় অপহরণের ফাঁদ৷ আর সেই সঙ্গে খালি হয় একাধিক মায়ের কোল৷ নিখোঁজ হয়ে যায় শিশুরা৷ এবার এক নতুন ফাঁদ প্রকাশ্যে এল৷ আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা মুর্শিবাদ জেলা জুড়ে৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার ধনিরামপুরে৷

জানা গিয়েছে, এই অভিনব ফাঁদের মূল বিষয় বস্তু ইলেকট্রিক বিল৷ ইলেকট্রিকের বিল দেওয়ার নাম করে বাড়িতে ঢুকেছিল এক ব্যক্তি৷ যদিও বাড়িতে ঢোকার আগে বাইরে যে বাচ্চাটি খেলছিল তার গতিবিধি সবটা নজর করে রেখেছিল৷ বাড়িতে ঢুকে গৃহিণীর কাছে জানায়, একটি জরুরি ফোন করতে হবে৷ সেই বলে গৃহিণীর মোবাইল চায় এবং ফোন করার জন্য বাড়ির বাইরে চলে যায়৷

আর এরপরই সেই বাচ্চাটির কাছে গিয়ে মোবাইলের লোভ দেখায়৷ বাচ্চাটি এগিয়ে যেতেই তাকে ভুলিয়ে বাইকে চাপিয়ে চম্পট দেয় অভিযুক্ত ওই অচেনা ব্যক্তি৷ স্থানীয়রা অচেনা ব্যক্তির বাইকে ওই শিশুকে দেখে চিৎকার শুরু করেন৷ কয়েকজন পুরুষ ওই বাইকের পিছনে ধাওয়া করেন৷ অবশেষে ওই ব্যক্তিকে ধরতে না পেরে সঙ্গে সঙ্গে খবর দেয় সাগরপাড়া থানায়৷

চারদিকে খোঁজাখুঁজি শুরু করে দেয় পুলিশ৷ অবশেষে সাগরপাড়া থানারই অন্তর্গত দেবীপুর এলাকা থেকে ওই অপহরণ হয়ে যাওয়া বাচ্চাটিকে উদ্ধার করে পুলিশ৷ তবে অভিযুক্তের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি৷ ওই অচেনা ব্যক্তির খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ৷