খুলছে প্রাথমিক স্কুল, বিধিনিষেধে আরও ছাড় নবান্নের

বহু প্রতীক্ষার পর খুলতে চলেছে প্রাথমিক স্কুল, সোমবার রাজ্যের বিধিনিষেধ সংক্রান্ত নয়া নির্দেশিকায় জানাল নবান্ন। পাশাপাশি বেশকিছু ক্ষেত্রে আরও ছাড় দেওয়া হয়েছে। এতদিন ধরে চলা…

বহু প্রতীক্ষার পর খুলতে চলেছে প্রাথমিক স্কুল, সোমবার রাজ্যের বিধিনিষেধ সংক্রান্ত নয়া নির্দেশিকায় জানাল নবান্ন। পাশাপাশি বেশকিছু ক্ষেত্রে আরও ছাড় দেওয়া হয়েছে।

এতদিন ধরে চলা যাবতীয় নির্দেশই বলবৎ থাকছে। তবে নাইট কার্ফুর সময়ে পরিবর্তন হয়েছে। আগে রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কার্ফু লাগু ছিল। এখন থেকে রাত ১২ টা থেকে ৫ টা পর্যন্ত জারি হবে কার্ফু। এই সময় জরুরি পরিষেবা ছাড়া বাইরে থাকা যাবে না।

স্কুল খুললেও মেনে চলতে হবে করোনা বিধি। মাস্ক পড়া এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলা বাধ্যতামূলক। স্কুল খোলার আধঘন্টা আগে পড়ুয়ারা স্কুলে যাবে। করোনা নিরাপত্তা পর্যবেক্ষণের দায়িত্বে থাকবে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা।

করোনা পরিস্থিতিতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য স্কুল খুললেও খুদে পড়ুয়াদের স্কুলে যাওয়ার অনুমতি ছিল না। পঞ্চম থেকে সপ্তম শ্রেণীদের জন্য চালু ছিল পাড়ায় পাড়ায় শিক্ষালয় কর্মসূচি। চলতি সপ্তাহের বুধবার থেকেই পুরোদমে শুরু হতে চলেছে শিক্ষা প্রতিষ্ঠান গুলি।