BJP: পুরভোটে এলাকার আবর্জনার থেকে দলীয় ‘জঞ্জাল’ পরিষ্কারেই নজর দিলীপের

News Desk: পুর নির্বাচনের আগে হুড়মুড় করে দল ভেঙে যাওয়ার বিপদ সংকেত অনবরত আসতে শুরু করেছে বঙ্গ বিজেপি দফতরে। ভাঙন আচকানোর কিছুই পন্থা নেই রাজ্য…

dilip ghosh

News Desk: পুর নির্বাচনের আগে হুড়মুড় করে দল ভেঙে যাওয়ার বিপদ সংকেত অনবরত আসতে শুরু করেছে বঙ্গ বিজেপি দফতরে। ভাঙন আচকানোর কিছুই পন্থা নেই রাজ্য নেতাদের। বিরোঘী দলের মর্যাদা ঠেকাতে পারবে না বিজেপি। এমনই ইঙ্গিত দিচ্ছেন টিএমসি নেতারা।

উপনির্বাচনে পরপর পরাজয়, জামানত বাজেয়াপ্ত নিয়ে দলের অভ্যন্তরেই প্রশ্নবাণে জর্জরিত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন,

জঞ্জাল ফাঁকা হোক যারা পার্টির অরিজিনাল কর্মী তাদেরকে নিয়েই পার্টি দাঁড়াবে আবার। জঞ্জাল আসে জঞ্জাল যায় ক্ষমতার সঙ্গে সবাই থাকতে চায়। ক্ষমতা নেই তাই হয়তো অনেকের অসুবিধা হচ্ছে।

একইসঙ্গে প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের বিভিন্ন বিস্ফোরক টুইট বিতর্কের জবাব দিয়েছেন দিলীপবাবু। নির্বাচনের সময় আর্থিক লেনদেন নিয়ে তথাগত রায়ের অভিযোগের প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, যারা বলছেন তাদের দায়িত্ব প্রমাণ দেওয়ার, পাবলিকের সামনে কিছু বলে দিয়ে হয়তো নিজেকে ভালো করা যায় কিন্তু তার প্রমান সহ দেওয়া উচিত কারণ এটা শুধু পার্টি নয় সমাজের পক্ষে ঠিক নয়।

উপনির্বাচনে বিরাট ধাক্কা খেয়ে বিজেপি পুর নির্বাচনে নামছে। ইতিমধ্যেই হাওড়া পুর নিগমের ভোটে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নারদা কাণ্ডে টাকা লেনদেনের প্রসঙ্গ ও ছবি টেনে শুভেন্দুবাবুকে ‘চোর’ বলার অভিযোগে জেলা বিজেপি সভাপতি বহিষ্কৃত হয়েছেন।