Panchayat Election: তেহট্টে বাম-তৃণমূল সংঘর্ষ, আক্রান্ত পুলিশ

রাজ্যে পঞ্চায়েত ভোটের বাকি আর মাত্র দু’টো দিন। শনিবার ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। তার আগে বৃহস্পতিবার ফের উত্তপ্ত নদিয়ার তেহট্ট। বৃহস্পতিবার সকাল থেকে তৃণমূল এবং…

রাজ্যে পঞ্চায়েত ভোটের বাকি আর মাত্র দু’টো দিন। শনিবার ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। তার আগে বৃহস্পতিবার ফের উত্তপ্ত নদিয়ার তেহট্ট।

বৃহস্পতিবার সকাল থেকে তৃণমূল এবং সিপিআইএম-এর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় তেহট্টের আশরাফপুর। টিএমসি-সিপিআইএম সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন একাধিক পুলিশ কর্মী। জানা গিয়েছে ঘটনায় আহত হন তেহট্ট থানার আইসি তাপস কুমার পাল।

গুরুতর আহত তেহট্ট থানার আইসি তপস কুমার পালকে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি কর হয়েছে। তিনি এই মুহূর্তে আইসিইউতে চিকিৎসাধীন। সংঘর্ষে পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়।

জানা গিয়েছে, তল্লাশির নাম করে সিপিআইএম কর্মীদের বাড়িতে ভাঙচুর করে পুলিশ। ঘটনাটি তেহট্টের। ভোটের ৪৮ ঘণ্টা আগে এই ঘটনায় ফের উত্তপ্ত পরিস্থিতি তেহট্টে। ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা।

এই ঘটনায় প্রশ্নের মুখে পুলিশ। তবে কি শাসক দলের গোলাম পুলিশ? ঘটনায় সরব বিরোধীরা। শাসকদলের পক্ষ থেকে কোনো উত্তর মেলেনি।