Job Scam: তৃ়ণমূল যুবনেত্রী সায়নীর পাঠানো নথি অসম্পূর্ণ, ফের জেরা করবে ইডি,

জেরায় নিজে না গিয়ে পাঠিয়েছেন নথি। সায়নী ঘোষের (Saayoni Ghosh) সেই নথিতেই ‘অসন্তুষ্ট’ ইডি। কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থার (ED) তরফে বলা হয়েছে সায়নীর পাঠানো নথি…

জেরায় নিজে না গিয়ে পাঠিয়েছেন নথি। সায়নী ঘোষের (Saayoni Ghosh) সেই নথিতেই ‘অসন্তুষ্ট’ ইডি। কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থার (ED) তরফে বলা হয়েছে সায়নীর পাঠানো নথি অসম্পূর্ণ। নিজের নামে থাকা ফ্ল্যাটের নথি জমা দিলেও, মায়ের নামে কেনা ফ্ল্যাটের কোনও নথি জম দেননি তিনি। সূত্রের খবর, সায়নী এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

কলোনির জমি বলে একটি সম্পত্তি বিক্রির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। তার নথিও সায়নী দেননি। কোথা থেকে টাকা এসেছিল, কোথায় জমা পড়েছিল, কিছু জানানো হয়নি।পরে আরও নথি পাঠাবেন বলে জানান সায়নী।

ইডি মনে করছে, যথেষ্ট সময় দেওয়া হয়েছিল সায়নীকে। তাই উঠছে প্রশ্ন কেন অসম্পূর্ণ নথি। সায়নী জানিয়েছেন, নির্বাচন মিটলেই তদন্তকারীদের সামনে হাজিরা দেবেন তিনি। প্রয়োজনে ভার্চুয়াল মাধ্যমে কথা বলতে পারেন।

নিয়োগ দুর্নীতিতে তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল ঘোষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষের সংযোগ খতিয়ে দেখছে ইডি। একদফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বুধবার ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল ইডি-র। নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় হাজিরা দেননি সায়নী। তবে নথি পাঠিয়েছেন তিনি।