পঞ্চায়েত উৎ’শব’ প্রতিবাদে এবার আদালতের দ্বারস্থ হবে সংগ্রামী যৌথ মঞ্চ

শনিবার হয়েছে গ্রাম-বাংলার ভোট উঠ’শব।’ ভোটকে কেন্দ্র করে দিকে দিকে চলে সন্ত্রাস। ভোট গ্রহণের আগে থেকে ভোট শেষ হওয়ার পরে শুধু পড়েছে একটার পর একটা…

শনিবার হয়েছে গ্রাম-বাংলার ভোট উঠ’শব।’ ভোটকে কেন্দ্র করে দিকে দিকে চলে সন্ত্রাস। ভোট গ্রহণের আগে থেকে ভোট শেষ হওয়ার পরে শুধু পড়েছে একটার পর একটা লাশ। মুর্শিদাবাদ, কোচবিহার ছিল ভোটসন্ত্রাসের হটস্পট।

রবিবারও রাজনৈতিক মৃত্যুর খবর এসেছে। আজও উত্তপ্ত মুর্শিদাবাদ। ভোট সন্ত্রাস নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছে বিরোধী দলগুলি। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ফলাফলের দিন অর্থাৎ মঙ্গলবার আদালতের দ্বারস্থ হয়ে নির্বাচন বাতিলের করার হূঁশিয়ারি দিয়েছেন। এবার একই পথে সংগ্রামী যৌথ মঞ্চ।

আজ রবিবার রক্তমাখা পঞ্চায়েত নির্বাচনের অভিযোগ তুলে শহরে মিছিল করবে সংগ্রামী যৌথ মঞ্চ। বিকেল ৪ টের সময় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হবে মিছিল। শেষ হবে শহিদ মিনারে। এছাড়াও জানা গিয়েছে যে আদালতের দ্বারস্থ হবে সংগ্রামী যৌথ মঞ্চ। পঞ্চায়েতের সন্ত্রাসের দায় নিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। এই দাবিতেই আদালতের দ্বারস্থ হবে সংগ্রামী যৌথ মঞ্চ।

শনিবারের পর আজ রবিবার রাজনৈতিক পরিস্থিতি কী থাকে সেটায় থাকবে সকলের নজর।