Paschim Bardhaman: ভোট শেষে বাম হামলার অভিযোগ, কাঁকসায় তৃণমূল নেতার গাড়িতে আগুন

পঞ্চায়েত ভোটের দিনভর পূর্ব ও পশ্চিম দুই বর্ধমান জেলার আন্ত:সীমানা অঞ্চলের বিস্তির্ণ এলাকায় ভোটে তৃণমূল ও বাম সংঘর্ষ চলে। আর ভোট মিটতেই আক্রান্ত শাসকদলের নেতা।…

পঞ্চায়েত ভোটের দিনভর পূর্ব ও পশ্চিম দুই বর্ধমান জেলার আন্ত:সীমানা অঞ্চলের বিস্তির্ণ এলাকায় ভোটে তৃণমূল ও বাম সংঘর্ষ চলে। আর ভোট মিটতেই আক্রান্ত শাসকদলের নেতা। রাস্তায় পুুড়ছে তার গাড়ি। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার একাধিক এলাকায় বাম হামলার অভিযোগ করছে শাসকদল।

কাঁকসার আমলাজোড়া গ্রামপঞ্চায়েতে ভোট শেষে অগ্লিগর্ভ পরিস্থিতি। টিএমসির বিহারপুর অঞ্চল সভাপতি তারক বাউরির গাড়ি ঘিরে হামলা হয়। তিনি অভিযোগ করেছেন, সিপিআইএম হামলা করেছে। গাড়ি জ্বালিয়ে দেয়। তবে অভিযোগ অস্বীকার করেছে পশ্চিম বর্ধমান জেলা সিপিআইএম।

   

জেলা তৃ়নমূলের হেভিওয়েট নেতার গাড়ি রাস্তায় জ্বলতে দেখে কাঁকসার বিভিন্ন এলাকায় তৃণমূল সমর্থকরা গ্রাম ছেড়েছেন। অভিযোগ, গ্রামে ঢুকে নতুন করে হামলার ছক করেছে সিপিআইএম। তবে বিভিন্ন গ্রামে তৃণমূল ও বাম সংঘর্ষের খবর আসছে।

ভোট লুঠের প্রতিবাদে দুর্গাপুরে রাস্তা অবরোধ করা বাম সমর্থকদের সাথে বচসায় জড়িয়ে পড়েন এক সিভিক পুলিশ কর্মী। তাকে ঘিরে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। সেই ছবি ভাইরাল হয়েছে।

ভোট চলাকালীন কাঁকসা ছিল গরম। আমলাজোড়ার বাবনাবেড়ায় বহিরাগতদের রুখতে গিয়ে বাম সমর্করা বেশ কয়েকটি বাইক পুড়িয়ে দেন। এর পর থেকে সংঘর্ষ চলছিল। সন্ধের পর আরও অগ্নিগর্ভ পরিস্থিতি।

পঞ্চায়েত ভোটের দুদিন আগে থেকেই পূর্ব বর্ধমানের অজয় নদ তীরবর্তী বিস্তির্ণ এলারার গ্রামগুলি থেকে সশস্ত্র বাম প্রতিরোধের বার্তা আসছিল। এলাকার সিপিআইএম নেতারা বড় বড় মিছিল করে দলীয় সংগঠন ফের মজবুত হচ্ছে তার বার্তা দিয়েছিলেন। শনিবার ভোটের দিন জেলার অন্যান্য এলাকা থেকে বুথ লুঠের খবর যেমন আসে তেমনই পশ্চিম বর্ধমানের কাঁকসা বনাঞ্চল থেকে ভোট লুঠ রোখার খবরও। বাম নেতৃত্বের দাবি কাঁকসা, আউসগ্রাম এলাকার কিছু জায়গায় চাষীরা প্রতিরোধে সামিল হয়েছেন।

জেলা তৃণমূল কংগ্রেস অবশ্য ভোট লুঠের অভিযোগ উড়িয়ে দেয়। এর বেশি কোনও মন্তব্য করতে চাননি কেউ। এদিকে পূর্ব বর্ধমানের, মঙ্গোলকোট, কাটোয়া, রায়নার একাধিক পঞ্চায়েত এলাকায় তৃ়নমূল বাম সংঘর্ষের খবর আসছে। দুপক্ষের একাধিক জখম।