আচমকা স্কুল শিক্ষা কমিশনার পদে বদল আনল মমতার সরকার

স্কুল সার্ভিস কমিশনের (school education commissioner) নিয়োগ দুর্নীতি মামলায় জর্জরিত সরকার পক্ষ৷ এরই মধ্যে স্কুল শিক্ষা কমিশনার পদে বদল আনল মমতার সরকার৷ নতুন পদে আনা…

Mamata Banerjee

স্কুল সার্ভিস কমিশনের (school education commissioner) নিয়োগ দুর্নীতি মামলায় জর্জরিত সরকার পক্ষ৷ এরই মধ্যে স্কুল শিক্ষা কমিশনার পদে বদল আনল মমতার সরকার৷ নতুন পদে আনা হচ্ছে অরুণ সেনগুপ্তকে। শুক্রবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে তা জানানো হয়েছে।

এই নির্দেশিকা জারি করেছে রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে। সেই দফতরের মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আর এই দফতরের কাজ দেখেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বদল হল কি না তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ বিপি গোপালিকার স্বাক্ষরিত নির্দেশ বিকাশভবনে পাঠানো হয়েছে।

এত দিন শিক্ষা দফতরের অধীনে উচ্চশিক্ষা বিভাগের বিশেষ সচিব পদমর্যাদায় বিশেষ কমিশনারের দায়িত্ব পালন করছিলেন। এর আগে ওই পদে নিযুক্ত ছিলেন শুভ্র চক্রবর্তী। সম্প্রতি তাঁকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে আনা হয়েছে৷ অর্থাৎ, তাঁকে শিক্ষা দফতরের এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলি করে আনা হল। একাধিক দুর্নীতি নিয়ে তদন্তের মধ্যেই এই বদলি ঘিরে বাড়ছে জল্পনা।

সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত এসএসসির চেয়ারম্যানের দায়িত্বভার নেননি। অন্যদিকে, সিদ্ধার্থ মজুমদার পদত্যাগ করলেও এখনও অবধি পুরোপুরি কলেজে শিক্ষকতার চাকরিতে ফিরতে পারেননি। কারণ, তদন্তের প্রয়োজনে সিবিআই নানা সময় যোগাযোগ করছে।সোমবার পাকাপাকিভাবে শুভ্র চক্রবর্তী এসএসসি-র চেয়ারম্যানের দায়িত্ব নেবেন বলে মনে করা হচ্ছে।