TMC: লাখ লাখ টাকায় পঞ্চায়েত পদ বিক্রির ‘ফল ভুগতে হবে’ মমতাকে বার্তা বিধায়ক ইদ্রিশ আলির

লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে পঞ্চায়েত পদ। ৩০ লাখ, ৪০ লাখ দিয়ে পদ কেনাবেচা করছেন দলের নেতারা। এর ফল ভুগতে হবে। এমনই বার্তা দলীয় নেত্রী…

tmc

লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে পঞ্চায়েত পদ। ৩০ লাখ, ৪০ লাখ দিয়ে পদ কেনাবেচা করছেন দলের নেতারা। এর ফল ভুগতে হবে। এমনই বার্তা দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক ইদ্রিশ আলি। তাঁর বিস্ফোরক দাবির পর রাজ্যে পঞ্চায়েতে পদ বিক্রিতে সরাসরি জড়িয়ে গেল শাসক দল তৃণমূল কংগ্রেস। ইদ্রিশের দাবির পর শাসক দলের অন্দরে শুরু হয়েছে প্রবল অস্বস্তি।

মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলির দাবি, ‘‌ফেলো কড়ি, পাও পঞ্চায়েতের পদ’‌ নীতি নিয়ে চলছে দল। টাকার বিনিময়ে পঞ্চায়েতের পদ বিলি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিধায়ক। তিনি বলেছেন ৩০ থেকে ৪০ লাখ টাকায় বিক্রি হচ্ছে পঞ্চায়েতের পদ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আর একটু সময় দিলে এসব বন্ধ করা যেতে পারত। এর ফল ভুগতে হবে।

   

ইদ্রিশ আলির অভিযোগ, বিধায়ক ও ব্লক সভাপতি মিলে আমরা নাম ঠিক করে দিই পঞ্চায়েতে কে কোন পদ পাবেন। হঠাৎ দেখা গেল, কর্মাধক্ষ্যের নাম বদলে গিয়েছে। অভিযোগ আসছে, এসব টাকার বিনিময়ে হচ্ছে।