‘গাছ পাগল সাধু’ আজ পর্যন্ত রোপণ করেছে ৫০ হাজারের অধিক গাছ

পৃথিবীতে গাছের জন্যই প্রাণীরা বেঁচে আছে। অক্সিজেন না থাকলে কোনও প্রাণের অস্তিত্ব থাকত না। সেই জায়গায় দাঁড়িয়ে দিনের পর দিন কমছে গাছের সংখ্যা। অসাধু মানুষরা…

পৃথিবীতে গাছের জন্যই প্রাণীরা বেঁচে আছে। অক্সিজেন না থাকলে কোনও প্রাণের অস্তিত্ব থাকত না। সেই জায়গায় দাঁড়িয়ে দিনের পর দিন কমছে গাছের সংখ্যা। অসাধু মানুষরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য একের পর এক গাছ কেটে চলেছে। সেক্ষেত্রে ব্যতিক্রম ৭০ বছরের এক বৃদ্ধ। গাছ লাগাতে লাগাতে নিজের জীবনের এত গুলো দিন সে অতিবাহিত করছে।

এমন একজনের সন্ধান পাওয়া গেল যার ধ্যান-জ্ঞান সবকিছুই শুধুমাত্র গাছকে ঘিরে। কালিয়াগঞ্জের ৭০ বছরের বৃদ্ধ নারায়ণ সরকার এই উদ্ভিদ প্রীতির কারণে এলাকায় ‘গাছ পাগল সাধু’ নামে পরিচিত। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের যোগী পুকুর গ্রামে থাকেন ৭০ বছরের নারায়ণ সরকার। ছোট থেকেই তাঁর নেশা রাস্তার ধারে ধারে গাছ লাগানো।

   

যেখানে প্রতিনিয়ত মানুষ একের পর এক গাছ কাটছে সেখানে এই বৃদ্ধ এখন পর্যন্ত নিজের হাতে পঞ্চাশ হাজারেরও বেশি চারা গাছ রোপণ করেছেন। বন দফতরের পক্ষ থেকে পেয়েছেন বহু সম্মান। লম্বু, বট, অশ্বত্থ সহ বহু গাছ তিনি রাস্তার ধার সহ নিজের বাড়িতে লাগিয়েছেন।

এই বৃদ্ধ পেশায় চাষী। কর্মসূত্রে ছেলে থাকে মুম্বাই শহরে তাই পেট চালানোর জন্য ধরতে হয় লাঙ্গল। রাস্তাঘাটে কেউ গাছ কাটলে তিনি সবার আগে গিয়ে বাধা হয়ে দাঁড়ায়। তবে সব ক্ষেত্রে মানুষ কথা না শুনলে হতাশ হয়ে বাড়িতে ফেরেন এবং নিজের বাড়িতেই গাছ লাগান।