ISL: ম্যাচ শেষে দর্শকদের বাড়ি ফেরার ব্যবস্থায় পরিবহণ মন্ত্রীকে আর্জি মোহনবাগানের

গত মরশুমের শুরুটা খুব একটা ভালো না হলেও সময়ের সাথে সাথে নিজেদের পুরোনো ছন্দে ফেরে মোহনবাগান দল। তারপর হায়দরাবাদ এফসিকে সেমিফাইনালে হারিয়ে আইএসএলের ফাইনালে উঠে…

Mohun Bagan Football fan

গত মরশুমের শুরুটা খুব একটা ভালো না হলেও সময়ের সাথে সাথে নিজেদের পুরোনো ছন্দে ফেরে মোহনবাগান দল। তারপর হায়দরাবাদ এফসিকে সেমিফাইনালে হারিয়ে আইএসএলের ফাইনালে উঠে আসে কলকাতার এই প্রধান। তারপর ট্রাইবেকারে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল জয় করে সবুজ-মেরুন ব্রিগেড।

যা নিয়ে পরবর্তীতে খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। মরশুম শেষে ট্রফি জয়ের আনন্দে মেতে উঠেছিল আপামর শহরবাসী। একইভাবে এবারের এই নয়া মরশুমের শুরুতে ও ট্রফি জয় করেছে গঙ্গা পাড়ের এই ফুটবল ক্লাব। গত ৩রা সেপ্টেম্বর ডুরান্ড কাপের ফাইনালে ইমামি ইস্টবেঙ্গল ব্রিগেডকে হারায় জুয়ান ফেরেন্দোর ছেলেরা।

ম্যাচের অধিকাংশ সময় তুল্যমূল্য লড়াই হলেও ঠিক ৭০ মিনিটের মাথায় দিমিত্রি পেট্রতোসের গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন শিবির। তারপর সেই ব্যবধান ধরে রেখেই ট্রফি জয়। যা নিয়ে এখনো খুশির আমেজ রয়ে গিয়েছে বাগান সমর্থকদের মধ্যে। এসবের মাঝেই আগামীকাল থেকে আইএসএল অভিযান শুরু করতে চলেছে হুয়ান ফেরেন্দোর ছেলেরা।

যেখানে তাদের প্রথম ম্যাচ খেলতে হবে টুর্নামেন্টের নতুন দল পাঞ্জাব এফসির বিপক্ষে। উল্লেখ্য, গত মরশুমে সকলকে টেক্কা দিয়ে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছিল পাঞ্জাব। সেই সুবাদে এবছর আইএসএলের আঙিনায় এসেছে তারা। এই নতুন মরশুমেই সকলকে চমক দিতে মরিয়া আইলিগ জয়ী এই ফুটবল ক্লাব। অন্যদিকে, নিজেদের দাপট ধরে রাখতে মরিয় মোহনবাগান।

তবে আগামীকাল রাত ৮টা থেকে শুরু হতে চলেছে ম্যাচ। অর্থাৎ খেলা শেষ হতে হতে প্রায় ১০টার কাছাকাছি। এই অবস্থায় দূর দূরান্ত থেকে আসা সমর্থকদের কথা মাথায় রেখে বাস, ও অতিরিক্ত মেট্রো চালানোর আবেদন জানিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রীকে বিশেষ চিঠি প্রদান করা হয় সবুজ-মেরুন ম্যানেজমেন্টের তরফ থেকে। এক্ষেত্রে উল্টোডাঙা – সল্টলেক, সাইন্স সিটি – সল্টলেক, শিয়ালদহ-ধর্মতলা রুটের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়।