Panchayat Election: গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট

নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ হাইকোর্টের গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। এর আগে সাতটি জেলায় বাহিনী মোতায়েনের নির্দেশ ছিল। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব…

নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ হাইকোর্টের গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। এর আগে সাতটি জেলায় বাহিনী মোতায়েনের নির্দেশ ছিল।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শেষের দিন রক্তাক্ত রাজ্য। উত্তর ও দক্ষিণবঙ্গে পর পর গুলিবিদ্ধ হয়ে একাধিক নিহত। পরিস্থিতি পর্যালোচনা করে কলকাতা হাইকোর্ট দিল রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে হাইকোর্টের রায়ের পুনর্বিবেচনা চেয়ে কলকাতা হাইকোর্টেই মামলা দায়ের করেছিল রাজ্য নির্বাচন কমিশন। সংঘর্ষের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম কমিশনকে কড়া ভাষায় ভর্ৎসনা করেন। তিনি বলেছিলেন গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দেব।

বৃহস্পতিবার হাইকোর্ট রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দিল। আদালতে ফের ধাক্কা খেল কমিশন। হাইকোর্টের নির্দেশে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই নির্দেশ যেন কার্যকর করা হয় জানিয়ে দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।